দক্ষিণবঙ্গ

বিদায় ২০২৪, স্বাগত ২০২৫: উন্মাদনায় রাত জাগল বীরভূম

সংবাদদাতা, সিউড়ি: পুরনোকে বিদায়। নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গলবার উন্মাদনায় রাত জাগল বীরভূম। রাতভর পিকনিক, নাচ-গানের হুল্লোড়, আতশবাজি পোড়ানো চলল। পানশালা, রেস্তরাঁ, হোটেল থেকে পাড়ায় পাড়ায় ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানালেন বাসিন্দারা। এদিন বিকেলের পর থেকেই নতুন বছরকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি চলে। বছরের শেষদিন জেলায় প্রচুর পর্যটকের ভিড় ছিল। আজ সকাল থেকে তারাপীঠ, বক্রেশ্বর, কঙ্কালীতলা থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে ব্যাপক ভিড় হবে। সেভাবেই প্রস্তুতি নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন।
এদিন সকাল থেকেই তাপমাত্রা নিম্নমুখী ছিল। জেলার পর্যটন কেন্দ্রগুলিতে ব্যাপক ভিড় দেখা যায়। ভিড় সামাল দিতে কড়া নজরদারি চালায় জেলা পুলিস। বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়। এদিন জেলার বিভিন্ন শহরে বিকেলের পর থেকেই রেস্তরাঁ, পানশালা, হোটেল এবং রাস্তার ধারের ফাস্টফুডের স্টলগুলিতেও সাধারণ মানুষের ভিড় দেখা যায়। যুবক-যুবতীরা নতুন বছরকে স্বাগত জানাতে রাস্তায় নামেন। খাওয়া দাওয়া, পিকনিক, হৈ-হুল্লোড়, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। যুবক-যুবতীদের রঙিন দুনিয়ায় মেতে উঠতে দেখা যায়। রঙিন জলে গলা ভেজান অনেকে। 
বছরের শেষদিন জেলার পিকনিক স্পটগুলিতেও ব্যাপক ভিড় দেখা যায়। শুধু তাই নয়, রিসর্ট, ফার্ম, আবাসন, বেসরকারি অফিস, ক্লাব, রাজনৈতিক দলের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কচিকাঁচা থেকে বয়স্করাও পিকনিকের আনন্দে মেতে ওঠেন। সন্ধ্যা নামতেই সিউড়ি শহরে রঙিন হয়ে ওঠে। বাজির দাপট দেখা যায়। রাত গভীর হতেই প্রচুর আতশবাজি পোড়ানো হয়। মাহেন্দ্রক্ষণ রাত ১২টা বাজতেই আনন্দে মেতে ওঠে জেলা। রাস্তার বিভিন্ন মোড়েও ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। বড়দিন ও বর্ষবরণ উপলক্ষ্যে সাঁইথিয়া শহরের রাস্তা আলোয় সাজানো হয়। সিউড়ির ইরিগেশন কলোনি ময়দানেও একটি নাচগানের অনুষ্ঠানে শামিল হন বহু মানুষ। সিউড়ির লালগির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার তারাপীঠ, বক্রেশ্বর, শান্তিনিকেতনে  বর্ষবরণ উপলক্ষ্যে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া নজরদারি চালায় পুলিস। নেশাগ্রস্ত অবস্থায় বাইক ও গাড়ি চালানোয় ধরপাকড় করা হয়। নতুন বছরকে স্বাগত রাতের আকাশে ফানুস দেখা যায়। বর্ষবরণের রাতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে যায়। অনেকেই অনলাইনের মাধ্যমেও প্রিয় মানুষ, বন্ধু ও পরিবারের সদস্যদের ভিডিও কলিংয়ের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। রাতভরই এই উন্মাদনা চলে। আজ, বুধবার জেলার বিভিন্ন মন্দিরে লাইন দিয়ে পুজো দেবেন পর্যটক থেকে বাসিন্দারা।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা