দক্ষিণবঙ্গ

রানাঘাটে জাতীয় সড়কে নিষিদ্ধ ইঞ্জিন ভ্যানে মোটর গাড়ির ধাক্কা, জখম তিন

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সরকার ঘোষণা করেছিল জাতীয় সড়কে টোটো অথবা মোটর ভ্যান নিষিদ্ধ। কিন্তু সেই নির্দেশিকাকে হেলায় বুড়ো আঙুল দেখিয়ে মহাসড়কগুলিতে দাপিয়ে বেড়াচ্ছে বেআইনি গাড়িগুলি। যার ফলস্বরূপ মঙ্গলবার সাতসকালে রানাঘাটে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সার্ভিস রোড থেকে আচমকা মূল জাতীয় সড়কে ইঞ্জিনভ্যান উঠে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল প্রাইভেট গাড়ি। দুর্ঘটনার ঘেরে জখম হয়েছেন তিনজন।
ট্রাফিক পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে আইসতলা এলাকায় জাতীয় সড়কের উড়ালপুলে ওঠার মুখেই। কৃষ্ণনগরের দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর ভ্যানকে ধাক্কা মেরে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় সেই গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আইসতলার সার্ভিস রোড দিয়ে ওই মোটর ভ্যানটি এসে জাতীয় সড়কে ওঠে। কিন্তু আচমকা মোটর ভ্যান জাতীয় সড়কের উপর উঠে পড়ায় দ্রুত গতিতে আসা প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ির বাঁদিকের একটি অংশ ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানটির পিছনে। তারপর বেশ কয়েকটি পাল্টি খেয়ে থেমে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতর থেকে চালক এবং একজন সওয়ারিকে উদ্ধার করেন। পাশাপাশি দুর্ঘটনার জেরে জখম ওই মোটর ভ্যানের চালককেও উদ্ধার করা হয়। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রানাঘাট ট্রাফিক পুলিসের কর্মীরা। তাঁদের সহযোগিতায় আহতদের পাঠানো হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে দু’টি গাড়ির চালককেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত একজনকে ছেড়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পরেই। হাসপাতাল সূত্রের খবর, আহত মোটর ভ্যান চালকের নাম রুয়েদ আলি। রানাঘাট শহরেরই শর্মা পাড়ার বাসিন্দা তিনি। প্রতিদিন সকালের মতো ইঞ্জিনভ্যানে মাছ ডেলিভারি দিতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আসছিল বহরমপুর থেকে। উত্তর ২৪ পরগনার বাসিন্দা জয়ন্ত সাহা নামে এক ব্যক্তি গাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের সাফ দাবি, প্রতিদিন জাতীয় সড়কে মোটর ভ্যান এবং টোটোর দাপট বেড়েই চলেছে।। দ্রুত তা নিয়ন্ত্রণ করা না গেলে আরও বড়সড় বিপদ অপেক্ষা করে রয়েছে।রানাঘাট  পুলিস জেলার  ডেপুটি  পুলিস  সুপার  (ট্রাফিক) সঞ্জয় কুমার বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। এর মধ্যে আমরা জেলা পরিবহণ দপ্তরকে সঙ্গে নিয়ে বেশ কিছু আইনি পদক্ষেপ নিয়েছি। পরবর্তীতে আরও বড়সড় অভিযান চালানো হবে। -নিজস্ব চিত্র
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা