দক্ষিণবঙ্গ

তারাপীঠের বাসিন্দা শুনে নার্সিংহোমে আসা বধূকে নিগ্রহের অভিযোগ

সংবাদদাতা, রামপুরহাট: ফের বিতর্কের কেন্দ্রে হাসনের তৃণমূল বিধায়ক চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের নার্সিংহোম। এবার সেখানে ডাক্তার দেখাতে আসা বধূর সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল। অভিযোগ, তারাপীঠের বাসিন্দাদের এখানে চিকিৎসা মিলবে না-এমনটা বলে ওই বধূকে ধাক্কা দিয়ে বের করে দেন বিধায়ক সহ সেখানকার কর্মীরা। শনিবার এর জেরে তারাপীঠের বাসিন্দারা রামপুরহাটে ওই নার্সিংহোমে এসে তুমুল বিক্ষোভ দেখান। তাতে একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধি শামিল হয়েছিলেন। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিসও পৌঁছয়। পরে ওই বধূ বিধায়কের নামে থানায় এফআইআর করেন। পুলিস ঘটনার তদন্ত করছে। বিধায়ক এবিষয়ে মন্তব্য করতে চাননি।
তারাপীঠের পালপাড়ার বছর কুড়ির ওই বধূ অ্যাজমায় আক্রান্ত। তিনি বরাবরই ডাঃ সমীরকুমার সিংহকে দেখিয়ে আসছেন। শনিবার সমীরবাবু বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের রামপুরহাটের নার্সিংহোমে চেম্বার করছিলেন। সকাল ১০টা নাগাদ ওই বধূ সেখানে রিপোর্ট দেখাতে পৌঁছন। তিনি বলেন, সেসময় আমার বাড়ি তারাপীঠ শুনেই ডাঃ অশোক চট্টোপাধ্যায়, নার্সিংহোমের কর্মী জয়প্রকাশ ঝা ও আরও এক কর্মী বলেন, তারাপীঠের লোক আমাদের নামে বদনাম করছে। সেখানকার কোনও রোগীর এখানে চিকিৎসা হবে না। অন্য রোগীদের সামনেই চূড়ান্ত অপমানের পাশাপাশি গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে আমাকে বের করে দেওয়া হয়।
এঘটনার খবর তারাপীঠে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। গত সোমবার ওই নার্সিংহোমেই ডাঃ অশোক চট্টোপাধ্যায়ের গাফিলতিতে তারাপীঠের সাহাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ উঠেছিল। সুজাতাদেবীর স্বামী তথা তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং পুলিসের শীর্ষ মহলে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিচার চেয়ে তারাপীঠের মানুষ পথেও নামেন। তারপর ওই নার্সিংহোমে তারাপীঠের রোগীকে অপমানের অভিযোগে আগুনে ঘি পড়ে। তারাপীঠের শতাধিক মানুষ, ব্লক তৃণমূল নেতৃত্ব ও একাধিক জনপ্রতিনিধি নার্সিংহোমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা ডাঃ সমীরকুমার সিংহের চেম্বারে ঢুকেও বিক্ষোভ দেখান। যদিও সমীরবাবু বলেন, কে কী বলেছে জানি না। আমি এমন কোনও ফতোয়া জারি করিনি। অভিযুক্ত কর্মী জয়প্রকাশ ঝা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিন বিক্ষোভ চলাকালীন অশোকবাবুর দেখা মেলেনি। তাঁর ছেলে ডাঃ অভিষেক চট্টোপাধ্যায় এসে বিক্ষোভকারীদের বলেন, কেউ যদি এমনটা করে থাকে, তাহলে গ্রিভেন্স কমিটি তাঁর শাস্তির ব্যবস্থা করবে। বিক্ষোভকারীরা তাতে আশ্বস্ত না হয়ে ওই বধূকে নিয়ে থানায় আসেন। ওই বধূ বিধায়কের নামে এফআইআর দায়ের করেন।
বিক্ষোভে শামিল সাহাপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পরিমল প্রামাণিক, লজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, আইন অনুযায়ী কোনও চিকিৎসক রোগীকে প্রত্যাখ্যান করতে পারেন না। যদি তারাপীঠের রোগীদের এখানে চিকিৎসা না হয়, তাহলে নার্সিংহোম কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি সাঁটিয়ে জানিয়ে দিক। আমরা প্রশাসনের সর্বস্তরে বিষয়টি জানাব।
বিক্ষোভকারীরা বলেন, অশোকবাবুর তারাপীঠে হোটেল রয়েছে। তিনি এখানকার রোগীদের প্রত্যাখ্যান করলে আমরাও তাঁর হোটেল বন্ধ করে দিতে বাধ্য হব।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ভাগ্যোন্নতির কোনও শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বিলম্বিত অগ্রগতি। কর্মে বিশেষ কোনও পরিবর্তনের যোগ নেই।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা