বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

তৃণমূল-বিজেপির দ্বৈরথ তালডাংরায়, শেষ প্রচারে দিলীপ, পাল্টা ফিরহাদ-শতাব্দী

নিজস্ব প্রতিনিধি, তালডাংরা: ভোটের আগে শেষ রবিবারের প্রচারে তালডাংরায় ঝড় তুলল সব দলই। এদিন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ শতাব্দী রায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে প্রচার করেন। সভা ও রোড শোয়ের মাধ্যমে তৃণমূলের দুই শীর্ষ নেতানেত্রী দাপিয়ে প্রচার করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন দলের প্রার্থীর সমর্থনে প্রচার করেন। সিপিএম ও কংগ্রেসও শেষ ছুটির দিনে জোরকদমে প্রচার সারে। 
এদিন বিকেল ৫টা নাগাদ ফিরহাদ হাকিম ইন্দপুর ব্লকের গৌড়বাজার অঞ্চলের ক্ষীরপাই গ্রামে সভা করেন। ফিরহাদ সাহেব বলেন, পরপর নির্বাচনে হারের পরেও বিজেপি নেতারা এরাজ্যে বারবার আসছে আর টার্গেট দিয়ে চলে যাচ্ছে। কখনও বলছে ২০০ পার, কখনও বলছে আমাদের ৩৫টি আসন চাই। ওরা দু’কান কাটা। ২০২১ পরাজয়ের পরেও তালডাংরায় বিজেপি ফের লাফালাফি করছে। আর সিপিএম-কংগ্রেস ওদের হাওয়া দিচ্ছে। ‘সেকুলার’ ও সংখ্যালঘু ভোট কেটে বিজেপি-র সুবিধা করে দিচ্ছে। ওরা মীরজাফরের মতো কাজ করছে। বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পরেও ওদের লজ্জা নেই। তবে তালডাংরা বিধানসভার মানুষ এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখবেন। মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এদিন কলকাতা থেকে আমি সড়কপথে মাত্র আড়াই ঘণ্টায় বাঁকুড়া পৌঁছলাম। বাম আমলে ওই পথ আসতে পাঁচ-ছ’ঘণ্টা সময় লাগত। জঙ্গলমহলবাসী তৃণমূল সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে। ফলে আমাদের দলের প্রার্থীকেই তারা সমর্থন করবে। 
তিনি আরও বলেন, বিজেপি-র সঙ্গে তৃণমূলের ‘সেটিং’ রয়েছে বলে সিপিএম প্রচার করছে। সেটিং থাকলে আমাকে বিনা দোষে জেল খাটতে হতো না। আমার মতো অনেক নেতাকে বিনা কারণে জেল খাটতে হয়েছে। সন্ধ্যায় ফিরহাদ সাহেব তালডাংরার খালগ্রাম অঞ্চলেও একটি সভা করেন। 
এদিন বিকেলে তালডাংরার হারমাসরা, বিবরদা পাঁচমুড়ায় তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়কে নিয়ে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী রোড শো করেন। সন্ধ্যায় রোড শো শেষে পাঁচমুড়ায় তাঁরা একটি সভাও করেন। 
শতাব্দী বলেন, এদিন তালডাংরাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এবারের ভোটে বিরোধীদের শোচনীয় পরাজয় হবে।
এদিন দিলীপবাবু দুবরাজপুর এলাকায় সভা করেন। তিনি বলেন, উপ নির্বাচনে শাসক দল জোর করে জেতার চেষ্টা করে। তালডাংরাতেও তৃণমূল ভয় দেখাচ্ছে। তা সত্ত্বেও বিজেপি জয়লাভ করবে। আসলে তৃণমূল জমানায় বাংলা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার থেকে গুন্ডা-মাফিয়ারা এসে এরাজ্যে আশ্রয় নিচ্ছে। ভোটের স্বার্থে তৃণমূল সরকার তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। দুষ্কৃতীদের অনেকে তৃণমূলের নেতা-জনপ্রতিনিধি হয়ে ছড়ি ঘোরাচ্ছে। তারফলে রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী এদিন ইন্দপুরের ব্রজরাজপুর অঞ্চলে পিকআপ ভ্যানে চেপে প্রচার করেন। 
সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তি এদিন সিমলাপালের লক্ষ্মীসাগর ও আশপাশের এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ সারেন। তিনি বলেন, এবারের ভোটে তৃণমূল বেকায়দায় পড়েছে। তাই শাসক দলের নেতারা সিপিএমকে আক্রমণ করছে। শূন্য পাওয়া দলকে নিয়ে ওদের তো এত উতলা হওয়ার কারণ নেই। আসলে ওরা লাল ঝান্ডার তলায় জনসমাগম দেখে ভয় পেয়েছে। 
কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহী বলেন, সেদিন আমি সিমলাপাল ব্লকের কৃষ্ণপুর, লায়েকপাড়া, বনকাটা সহ অন্যান্য গ্রামে দলের কর্মীদের নিয়ে জনসংযোগ করেছি। কংগ্রেসের জনসমর্থন দেখে তৃণমূল প্রমাদ গুনছে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৮ টাকা৮৭.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৬ টাকা১০৭.৫৫ টাকা
ইউরো৮৭.২৬ টাকা৯০.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা