বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আত্মীয় পরিচয়ে আশ্রয়, লালগোলায় ধৃত এক

সংবাদদাতা, লালবাগ: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। সেই অভিযোগে  এক ব্যক্তিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিস।  পুলিস জানিয়েছে, ধৃতের নাম গোলাপ শেখ। বাড়ি লালগোলা থানার ময়া পঞ্চায়েতের পুস্তমপুরে। বুধবার বিকেলে লালগোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই বলেন, অনুপ্রবেশকারীদের আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছিল ওই ব্যক্তি। ধৃতদের জিজ্ঞাসাবাদে বিষয়টি জানার পরেই গোলাপ শেখকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে লালগোলা থানার ভবানিপুর মোড় সংলগ্ন এলাকা থেকে পুলিস খাইরুল শেখ, ময়েন আলি, আশাদুল শেখ ও ইমদাদুল শেখ এই চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে এদেশে অনুপ্রবেশের পর খাইরুল শেখ ও ময়েন শেখকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল গোলাপ শেখ। কয়েকদিন পরে ওখান থেকে দক্ষিণ ভারতে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যায় তারা। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ভারত থেকে  লালগোলায় পৌঁছনোর পর আবার গোলাপ শেখের বাড়িতে আশ্রয় নিয়েছিল। রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার জন্য ওই চারজন ভবানীপুর মোড়ে জমায়েত হয়। কিন্তু সোর্স মারফত খবর পেয়ে পুলিস চারজনকে গ্রেপ্তার করে। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা