বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মোহনপুরের বৈতা মহেন্দ্রনাথ স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন
 

সংবাদদাতা, বেলদা: মোহনপুর থানার বৈতা মহেন্দ্রনাথ হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে উদযাপিত হল। সেইসঙ্গে এদিন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত মহেন্দ্রনাথ পাল, প্রবাদপ্রতিম প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত মিহিরকুমার পাহাড়ী ও বিদ্যালয়ের ক্রীড়াঙ্গন ও শ্রেণিকক্ষের দাতা প্রয়াত ভগবানপ্রসাদ সিংহের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হয়। শুক্রবার দুপুরে এই উপলক্ষ্যে অনুষ্ঠানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের দক্ষিণাঞ্চলের চেয়ারম্যান মণিকান্ত পারিয়া, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌরাংশু মুখোপাধ্যায়, মোহনপুরের বিডিও জয়ন্ত সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারাও অনুষ্ঠানে যোগদান করেন। ১৯৬৪ সালে ওড়িশা সীমানা লাগোয়া পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার বৈতা মহেন্দ্রনাথ হাইস্কুলের পথচলা শুরু হয়। এই বিদ্যালয়ের সম্প্রতি হীরকজয়ন্তী বর্ষপূর্তি হয়েছে। সেই বিদ্যালয়কে রাজ্যের দরবারে তুলে ধরার মূল কারিগরদের সম্মানিত করতে বিদ্যালয়ের প্রাক্তনীরা উদ্যোগী হয়েছেন। এদিন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভূমিদাতা ও প্রাক্তন প্রধান শিক্ষককে সম্মান জানাতে তাঁদের আবক্ষ মূর্তি স্কুল চত্বরে প্রতিষ্ঠা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তিনটি মূর্তির আবরণ উন্মোচন করেন।এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের দক্ষিণাঞ্চলের চেয়ারম্যান বলেন, আমাদের বিদ্যালয়কে রাজ্যের মানচিত্রে তুলে ধরতে যাঁদের অবদান অনস্বীকার্য, তাঁদের সম্মান জানানো আমাদের কর্তব্য। তাঁদের ঋণ আমরা কখনওই শোধ করতে পারব না। আর তাই তাঁদের সম্মান জানাতে আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের অপর প্রাক্তনী ও বর্তমান শিক্ষক অশোককুমার মাইতি বলেন, ওড়িশা সীমানাবর্তী আমাদের এই বিদ্যালয় এলাকায় শিক্ষাবিস্তারে অশেষ ভূমিকা পালন করেছে। আর তার জন্য যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদের আমরা সম্মান জানাই। বৈতা মহেন্দ্রনাথ হাইস্কুলে মূর্তি উন্মোচন।-নিজস্ব চিত্র
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা