বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

কেতুগ্রামের বাবলা ও ভাগীরথীর ভাঙনে ঘুম নেই বাসিন্দাদের, পরিদর্শনে সেচদপ্তর

সংবাদদাতা, কাটোয়া: ‘স্যার, আমাদের গ্রামটাকে দয়া করে বাঁচান, সব শেষ হয়ে যাবে। ভিটেমাটি গিলে নিচ্ছে নদী।’ শুক্রবার দুপুরে কেতুগ্রামের নতুনগ্রামে বাবলা ও ভাগীরথীর ভাঙন পরিদর্শন করতে যান সেচদপ্তরের আধিকারিকরা। তাঁদের কাছেই এভাবে কাতর আর্জি জানালেন গ্রামের বাসিন্দারা।
কেতুগ্রামের নতুনগ্রামে সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছেন বাসিন্দারা। বাবলা নদী গিলছে চাষের জমি। আর ভাগীরথী ভিটেমাটি ছাড়া করছে বাসিন্দাদের। ভাগীরথীতে তলিয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বাসিন্দাদের বাড়ি ঝুলছে নদীতে। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। এদিন পুরো গ্রাম পরিদর্শন করেন সেচদপ্তরের ময়ূরাক্ষী সাউথ ক্যানেল ডিভিশনের এগজিকিটিভ ইঞ্জিনিয়ার লোলিতমোহন সিং, সালার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিরাজ শেখ। তাঁরা নদীর পাড় ঘুরে দেখেন। গ্রামেই বাবলা নদী ও ভাগীরথী মিশছে। তাই ভাঙন আরও বাড়ছে। গ্রামের বাসিন্দারা সেচদপ্তরের অফিসারদের ঘুরে ঘুরে দেখান নিজেদের ভাঙনের দৃশ্য। 
লোলিতমোহন সিং বলেন, আমরা ভাঙন দেখলাম। কীভাবে কাজ করা হবে তা নিয়ে আমাদের আলাদা টেকনিক্যাল কমিটি রয়েছে। আমরা তাঁদের কাছে রিপোর্ট দেব। তারপর ভাঙন রোধের কাজ করা হবে। 
কেতুগ্রাম-২ ব্লকের মৌগ্রাম অঞ্চলের নতুনগ্রামটি পূর্ব বর্ধমান জেলার হলেও মূল ভূখণ্ড জেলা থেকে বিচ্ছিন্ন। গ্রামের তিনটি বুথে ভোটার রয়েছে প্রায় তিন হাজার। চারিদিক দিয়ে দু’টি নদী ঘিরে রেখেছে গ্রামটিকে। দুই নদীর পাড়ে এখন ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এরমধ্যে ৩০০ পরিবার দুই নদীর ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।  
নতুনগ্রামের বাসিন্দা আল্লারাখা শেখ, সাহিদা বিবি বলেন, নদীর ধারে খুব ভয়ে থাকি। রাতে ঘুম আসে না। যেকোনও মুহূর্তে ঘর সহ নদীতে তলিয়ে যেতে পারি। গ্রামের বাসিন্দা আকাই শেখ, সাহিন শেখ বলেন, গ্রামে জুনিয়র স্কুল, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সবই রয়েছে। সব ভাঙনে তলিয়ে যাবে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও গ্রাম বাঁচানোর জন্য লিখিত আবেদন জানিয়েছি। গ্রামের প্রায় সবাই কৃষিজমি হারিয়ে ভিনরাজ্যে পাড়ি দিয়েছে। আমাদের শুধু আশ্বাস দেওয়া হয়। কাজের কাজ হয় না। তবে সেচদপ্তরের আধিকারিকরা এসে আমাদের আশ্বাস দিয়ে গিয়েছেন।-নিজস্ব চিত্র
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা