বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

মাধ্যমিক ছাত্রীকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে নৃশংস মার

সংবাদদাতা, বিষ্ণুপুর: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোনামুখীর এক মাধ্যমিক পরীক্ষার্থিনীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। টিউশন যাওয়ার পথে ছাত্রীটির উপর চড়াও হয় সে। রাস্তায় ফেলে এলোপাথাড়িভাবে কিল-চড় মারা হয়। মাথার কিছুটা অংশেও ক্ষতের চিহ্ন মিলেছে। সেখান দিয়ে রক্ত গড়াচ্ছিল। তাতে সন্দেহ করা হচ্ছে, ছাত্রীটির মাথাতেও ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে, অথবা রাস্তায় মাথা ঠুকিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুখীর বনপারুলিয়া ব্রিজের কাছে। স্থানীয়রা ছাত্রীটিকে রক্তাক্ত এবং অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরেই অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিস তাকে হন্যে হয়ে খুঁজছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মাধ্যমিক পরীক্ষার্থিনীর সঙ্গে ফোনে আলাপ হয় বড়জোড়ার এক যুবকের সঙ্গে। ক’দিন যেতে না যেতেই প্রেমের প্রস্তাব দেয় যুবকটি। কিশোরী তাতে রাজি হয়নি। এরপর থেকেই ছাত্রীটিকে  উত্যক্ত করতে থাকে সে। পরীক্ষা খারাপ হবে ভেবে যুবকের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয়। সেই আক্রোশে বড়জোড়া থেকে বাইকে এসে সোনামুখীর বনপারুলিয়া ব্রিজের কাছে নির্জন রাস্তায় ছাত্রীটির পথ আটকায়। ছাত্রীটি তখন টিউশন পড়তে যাচ্ছিল। যুবক তাকে ফের প্রেমের প্রস্তাব দেয়। কিশোরী আবারও প্রত্যাখ্যান করতেই রূদ্র মূর্তি ধারণ করে যুবক। প্রথমে যথেচ্ছভাবে চড় থাপ্পড় মারে। পরে চুলের মুঠি ধরে রাস্তার ফেলে লাঠি দিয়ে পেটানো হয়। ছাত্রীটি অচৈতন্য হয়ে পড়লে যুবক পালিয়ে যায়। পরে পথ চলতি বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেন। পুলিসকেও খবর দেওয়া হয়। সকলে মিলে প্রথমে সোনামুখী ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। 
স্থানীয় বাসিন্দারা বলেন, বনপারুলিয়া ব্রিজের কাছে রাস্তার ধারে একটি শিমূল গাছের নিচে ওই কিশোরী অচৈতন্য অবস্থায় পড়ে ছিল। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। রাস্তার কিছুটা অংশ তাজা রক্তে ভিজেও যায়। পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস ও স্থানীয়রা মিলে কিশোরীকে সোনামুখী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়ির লোককেও খবর পাঠানো হয়। 
কিশোরীর বাবা বলেন, ‘মেয়ে বাড়ি থেকে সাইকেলে করে টিউশন যাচ্ছিল। প্রায় দু’ঘন্টা পর পুলিসের ফোন পেয়ে সোনামুখী হাসপাতালে  যাই। সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখনও জ্ঞান ফেরেনি। প্রায় চার ঘন্টার পর জ্ঞান ফিরলে সব ঘটনা আমাকে জানায়। পরে সিটি স্ক্যান করানো হয়। ফিরে এসে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেছি। মেয়ে এখনও চরম আতঙ্কে রয়েছে। যে আমার মেয়ের এরকম অবস্থা করেছে তার উপযুক্ত শাস্তি চাই।’  
কিশোরীর মা বলেন, ‘আমার মেয়েকে বড়জোড়া থানা এলাকার একটি ছেলে ফোনে বিরক্ত করত বলে আগে জানিয়েছিল। সামনেই মাধ্যমিক পরীক্ষা। পড়াশুনার ক্ষতি হবে ভেবে তার ফোন নম্বর ব্লক করে দিতে বলেছিলাম। তারপর আর বিষয়টিকে অতটা গুরুত্ব দিইনি। কিন্তু সে যে এভাবে আমাদের এলাকায় এসে মেয়েকে প্রাণে মারার চেষ্টা করবে, তা ভাবতে পারিনি। ওর কঠিনতম শাস্তি চাই।’ 
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা