বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ভিনরাজ্যের যুবক-যুবতীদের কাজ দিচ্ছে ইস্কো, বঞ্চিত স্থানীয়রা, বিক্ষোভ বার্নপুরে

নিজস্বপ্রতিনিধি,  আসানসোল: ইস্কোর নতুন কারখানা গড়তে কাজে নেওয়া  হচ্ছে না স্থানীয়দের। কাজ পাচ্ছেন উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দারা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বেকার যুবক-যুবতীরা। শুক্রবার এই বিক্ষোভ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় বার্নপুরে। ‘বেকার যুবক-যুবতী মঞ্চ’ নামে একটি সংগঠন গড়েআন্দোলন শুরু হয়েছে। এদিন সেই আন্দোলনে অংশ নিতেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলার ও বরো চেয়ারম্যানকে। ইস্কোর সেফটি ট্রেনিং সেন্টারে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হওয়া অস্থায়ীকর্মীদের বের করে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে চলে আসেন ইস্কোর জিএম( সেফটি) সিকে পাল। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। কাজে নেওয়ার প্রতিশ্রুতিও দেন। তারপরও আন্দোলনকারীরা তালা খুলতে রাজি হননি। স্বাভাবিকভাবে বিষয়টিকে ঘিরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার বলেন,‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
প্রায় ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে কারখানা সম্প্রসারণের কাজে হাত দিয়েছে সেই কাজে অস্থায়ী কর্মী নিয়োগের তৎপরতাও তুঙ্গে। স্থানীয় তৃণমূল কাউন্সিলারদের অভিযোগ, বিষয়টি নিয়ে ইস্কো তাঁদের সঙ্গে বৈঠক করেছিল। সেখানে তাঁরা দাবি জানিয়েছিলেন, আগে স্থানীয় বেকার যুবক-যুবতীদের কাজ দিতে হবে। তাঁদের পাওয়া না গেলে তখন বাইরে থেকে নিয়োগ করতে হবে। প্রস্তাব না মেনে ইস্কো বাইরের লোক নেওয়া শুরু করেছে। ইস্কোর সেফটি ট্রেনিং সেন্টারে তাদের প্রশিক্ষণ চলছে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়ায়। এদিন সকালে ‘বেকার যুবক-যুবতী মঞ্চ’-এর ব্যানারে মিছিল করে ইস্কো সেফটি ট্রেনিং সেন্টারে হাজির  হন স্থানীয়রা। সঙ্গে ছিলেন স্থানীয় বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়িও। নতুন নিয়োগ পাওয়া কর্মীদের সেন্টার থেকে বের করে দেওয়া হয়। আধিকারিকদেরও বের করে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। 
তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য স্থানীয় কাউন্সিলার অশোক রুদ্র বলেন, ‘ভিনরাজ্য থেকে আনা কাজে লাগানো হবে। আর এখানকার বেকার যুবক-যুবতীরা শুধু কারখানার ধোঁয়া খাবেন, তা হয় না। স্থানীয়দের কাজ দিতে হবে। তারপর বাইরের মানুষ কাজ করার সুযোগ পাবেন।’তাঁর অভিযোগ, ঠিকাদার এবং ইস্কো কর্তৃপক্ষের একাংশ ইচ্ছে করেই বহিরাগতদের নিয়ে আসেন। তাঁদের দিয়ে কম বেতনে কাজ করানোর জন্যই তাদের এই ফর্মুলা।স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, ‘স্থানীয়দের কাজের অগ্রাধিকার দেওয়া হোক, সেই দাবি আমাদেরও রয়েছে। তা বলে জঙ্গি আন্দোলন করে উন্নয়নের কাজ থমকে দেওয়া হবে, তা সমর্থন করে না বিজেপি। তৃণমূল এলাকার ভালো চায় না। তাই কেন্দ্রীয় সংস্থার উন্নয়নমূলক কাজে ওরা বাধা দিচ্ছে।’-নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা