বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

জঙ্গিপুরে প্রসূতির মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ 

সংবাদদাতা, বহরমপুর: প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলল মৃতের পরিবার। শুক্রবার ভোরে ওই প্রসূতিকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মুর্শিদাবাদ মেডিক্যালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম হাসিনা খাতুন(২৬)। বাড়ি রঘুনাথগঞ্জ থানার রামপুরা তেঘরি এলাকায়। তবে তাঁর সদ্যোজাত সন্তান সুস্থ রয়েছে। 
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকাল ৮টা নাগাদ হাসিনা খাতুনকে প্রসব যন্ত্রণা নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওইদিন দুপুর ২টো নাগাদ সিজার করে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তারপর থেকেই হাসিনার অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার ভোরে তাঁকে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্বামী হাসেম শেখ বলেন, প্রথম সন্তান। সিজারের পর প্রসূতি ও সদ্যোজাত দু’জনেই ভালো রয়েছে বলে আমাদের জানানো হয়েছিল। তারপর কীভাবে অবস্থার অবনতি হতে শুরু করে আমাদের কিছুই জানানো হয়নি। নিশ্চয়ই চিকিৎসায় ত্রুটি ছিল। পরিবারের অভিযোগ, বারবার প্রসূতিকে দেখতে চাইলেও দেখার সুযোগ দেওয়া হয়নি। জঙ্গিপুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও কোনও লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ হলে খতিয়ে দেখা হবে। শুক্রবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত করা হয়।
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা