বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

লোকালয়ে জোড়া বুনো হাতি, ত্রস্ত  শিল্পাঞ্চল

নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, মানকর: বাঁকুড়া জেলার গন্ডি পেরিয়ে দামোদর টপকে হাতি ঢুকে পড়ল শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাঁকসা ব্লকজুড়ে। দু’টি বুনো হাতি দামোদর নদ পার করে বীরুডিহা হয়ে এসে পড়ে গোপালপুরের আদিবাসী গ্রাম মনের কোন্দায়। সেখানে খাবারের খোঁজে একটি আদিবাসী পরিবারের বাড়ির মাটির পাঁচিল ভেঙে ভেতরে ঢোকে। তারপর চলে যায় ধ ডাঙার জঙ্গলে। সেখান থেকে এদিন বিকেলে বনকর্মীদের তাড়া খেয়ে তারা চলে যায় হাজরাডাঙার জঙ্গলে। এইভাবে নানা জায়গায় আজ সারাদিন ধরে আতঙ্ক ছড়ায় বুনো হাতি দু’টি। জঙ্গল লাগোয়া একাধিক আদিবাসী গ্রাম রয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে ক্রমাগত মাইকিং করা হচ্ছে। যাতে এলাকাবাসী কোনও ভাবেই বাড়ির বাইরে বের না হন। ডিএফও সঞ্চিতা শর্মা বলেন, আমরা এলাকায় রয়েছি। বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। হাতিগুলি যে পথে এসেছিল সেই পথে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সকালে উঠেই সাক্ষাত যমদূতের মুখে পড়েছিলেন মনের কোন্দা গ্রামের বাসিন্দা মালাদা সোরেন। দেওয়াল দিয়ে ঘেরা তাঁদের বাড়ির সীমানা। সেই দেওয়াল ভেঙে বুনো হাতি দু’টি ঢুকে পড়ে বাড়ির উঠোনে। বাচ্চাদের নিয়ে কোনও রকমে ঘরে ঢুকে গিয়েছিলেন মালাদা। বাড়িতে থাকা সব্জি মাচা, কড়াই ভেঙে অন্য একটি দেওয়াল ভেঙে দু’টি হাতি বেরিয়ে যায়। তারপর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশ দিয়ে ধ ডাঙার জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে আবার ৬০টি আদিবাসী পরিবারের বাস। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্গাপুর ফরেস্ট রেঞ্জের আধিকারিকরা হাজির হন। বর্ধমান থেকে আসেন আঞ্চলিক বন বিভাগের আধিকারিকরাও। এলাকায় মাইকিং শুরু হয়। জানানো হয়, জঙ্গলে দু’টি হাতি ঢুকেছে। কোনও ভাবেই জঙ্গলে যাওয়া যাবে না। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। মনের কোন্দা গ্রামের বাবলু মুর্মু বলেন, মাঠ থেকে ধান কেটে বাড়িতে রেখেছি। সেই ধান খেতে হাতি বাড়িতে ঢুকে গেলে পথে বসতে হবে। বনদপ্তর বাঁকুড়ার সোনামুখী ও পাঞ্চেৎ থেকে হুল্লাপার্টিকে নিয়ে আসে। দুপুর পর্যন্ত তাঁরা অপেক্ষা করেন। তখনও ধ ডাঙার জঙ্গলেই ছিল হাতি দু’টি। তাদের জল খেতেও দেখেন বনদপ্তরের আধিকারিকরা। দুপুরের পর হাতিগুলিকে মনের কোন্দা, বীরুডিহা হয়ে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু উল্টো দিকে হাতি ঢুকে যায় ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের হাজরা ডাঙা এলাকায়। সন্ধ্যা পর্যন্ত সেখানেই রয়েছে তারা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা