বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ফের বন্ধ মার্কেট কমপ্লেক্স চালুর উদ্যোগ পাড়া পঞ্চায়েত সমিতির

সংবাদদাতা, রঘুনাথপুর: এলাকার বেকার যুবক, যুবতীদের কথা ভেবে বাম আমলে পাড়া ব্লক এলাকায় মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। কিন্তু পরিকল্পনার অভাবে মার্কেট কমপ্লেক্স চালুর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়। বর্তমানে তৃণমূল পরিচালিত পাড়া পঞ্চায়েত সমিতি বন্ধ মার্কেট কমপ্লেক্সকে পূনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। তার জন্য পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে প্রায় ৪১ লক্ষ টাকা খরচ করে মার্কেট কমপ্লেক্সটিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। পানীয় জল, শৌচাগার, আলো, রাস্তা সহ সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। জোর কদমে চলছে কাজ।
 পাড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় বলেন, বন্ধ মার্কেট কমপ্লেক্সটি নতুন করে চালুর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের পঞ্চম অর্থ কমিশনের টাকায় মার্কেট কমপ্লেক্সের কাজ করা হচ্ছে। ১৫ লক্ষ টাকা খরচ করে নতুন পাঁচটি স্টল তৈরি করা হয়েছে। বাকি ১০ লক্ষ টাকার শেড, ২ লক্ষে রাস্তা, ৬ লক্ষে ইলেকট্রিক ব্যবস্থা এবং ৮ লক্ষ টাকায় বন্ধ থাকা স্টলগুলি রিপেয়ারিং করা হচ্ছে। মার্কেটটি পঞ্চায়েত সমিতি পরিচালনা করবে। প্রতিটি স্টলের জন্য এক হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম আমলে এলাকার বেকার যুবক, যুবতীদের কথা ভেবে এবং স্থায়ী বাজার তৈরীর জন্য ব্লক সন্নিকটে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। পরিকল্পনা নেওয়া হয়েছিল মার্কেট কমপ্লেক্সে আনাজ, মাছ, মাংস সহ বিভিন্ন রকমের জিনিস মানুষ সহজে বিক্রি করতে পারবে। পাশাপাশি স্থায়ীভাবে যাতে দোকান করতে পারে তার জন্য স্টল তৈরি করে দেওয়া হয়েছিলো। তৎকালীন বাম সরকারের দশম অর্থ কমিশনের টাকায় মার্কেট কমপ্লেক্সটি গড়ে তোলা হয়েছিল। ১৭ আগস্ট ২০০২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মার্কেট কমপ্লেক্সটির উদ্বোধন করেছিলেন। অভিযোগ, উদ্বোধনের কয়েক মাস পর্যন্ত মার্কেট কমপ্লেক্সটি  চালু ছিল। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবের জন্য বন্ধ হয়ে যায়।
এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গিয়েছে, মার্কেট কমপ্লেক্সে মোট ৪০টি স্টল গড়ে তোলা হয়েছিল। সেই সময় এলাকায় বেকার যুবক-যুবতী যাদের ব্যবসার জন্য স্টল প্রয়োজন ছিল তাদেরকে স্টলগুলি দেওয়া হয়নি। পরিবর্তে বেশিরভাগ স্টল সেই সময় দলের কাজ পরিচালনা করত তাঁদের আত্মীয়, পরিজন, পরিবারের সদস্যদের বিলি করা হয়েছিল। যার ফলে বেশিরভাগ দোকান সময় খুলতো না। ধীরে ধীরে স্টলগুলির ঝাপ বন্ধ হয়ে যায়।
 পঞ্চায়েত সমিতির সূত্র জানা গিয়েছে, বাম আমলে যাঁরা স্টলগুলি নিয়েছিলেন তাঁরা যদি এখনও ব্যবসা করতে চান তার জন্য প্রতিটি স্টল মালিকদের নোটিস দেওয়া হয়েছে। বাকি যে স্টলগুলির কোনও দাবিদার থাকবে না সেগুলি লটারির মাধ্যমে ব্যবসায়ীদের দেওয়া হবে। বাম আমলের ভুল শুধরে নিয়ে প্রকৃত যারা ব্যবসায়ী তাদের স্টলগুলি দেওয়া হবে। নেশা জাতীয় দ্রব্য, দাহ্য পদার্থ তথা পরিবেশের জন্য বিপদজনক এমন দ্রব্য বিক্রির জন্য কাউকে স্টল দেওয়া হবে না।
পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন, মার্কেট কমপ্লেক্সকে বেশি করে আকর্ষণীয় করার জন্য ২১ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসানো হবে। হাটে বিক্রেতাদের জিনিস বিক্রি করার সুবিধার জন্য শেড তৈরি করে দেওয়া হচ্ছে।
 পাড়া ব্লকের বিডিও নীলাঞ্জন সিনহা বলেন, ক্রেতা, বিক্রেতাতা, ব্যবসায়ী সকলের জন্য মার্কেট কমপ্লেক্সে পানীয় জল, আলো, শৌচালয়ের মতো সমস্ত রকম পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। 
(পাড়ায় বন্ধ থাকা মার্কেট কমপ্লেক্স। -নিজস্ব চিত্র)
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা