বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ঘাটাল উৎসব ও শিশুমেলার উদ্বোধনে উচ্ছ্বসিত দেব
 

সংবাদদাতা, ঘাটাল: জীবনে অনেক মেলায় গেলেও নিজের নির্বাচন ক্ষেত্র এলাকার মেলায় এসে উচ্ছ্বসিত ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। বৃহস্পতিবার ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে ৩৬তম ‘ঘাটাল উৎসব ও শিশুমেলা’-র উদ্বোধন ছিল। ওই মেলার উদ্বোধক দেব বলেন, প্রথমবার এই  মেলায় এসে খুব ভালো লাগছে। নিজের এলাকার মেলার আনন্দই আলাদা। তবে আমি চাই মেলায় জিনিসপত্রের দাম যেন বেশি না নেওয়া হয়। সবাই যেন মেলার ক’দিন আনন্দে মাতেন। 
এদিন দেব মূল মঞ্চে খাদান সিনেমার সহ শিল্পীদের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেব ছাড়াও মন্ত্রী শিউলি সাহা, দুই বিধায়ক অজিত মাইতি, মমতা ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এই মেলা ১০ দিন ধরে চলবে। 
উদ্বোধন উপলক্ষে এদিন মেলা চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, মশাল প্রজ্জ্বলন এবং পতাকা উত্তোলন করা হয়। মেলায় রকমারি স্টল থাকে। ১০দিনের মেলায় মূল মঞ্চে সকাল থেকেই নানা ধরনের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় থাকছে বিজ্ঞান মডেল, চিত্র ও শিল্প প্রদর্শনী। আগামী ১৯ জানুয়ারি রয়েছে শিশু প্রদর্শনী। প্রত্যেক দিনই নামীদামি শিল্পীদের অনুষ্ঠান রয়েছে। 
মেলা কমিটির কর্মকর্তারা জানান, এই মেলা শেষ হয়ে যাওয়ার পরও প্রায় সাতদিন ধরে চলে ভাঙা মেলা। ওই  মেলাতেও প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ভিড় করেন। নিরাপত্তারা জন্য মেলা কমিটির নিজস্ব ভলান্টিয়ার ছাড়াও থাকবে পর্যাপ্ত পুলিস। সারা মেলা চত্বর সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা