বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সোমবার লালবাগে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগামী সোমবার মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবাবী শহর লালবাগে তাঁর সভার স্থান চূড়ান্ত করা হচ্ছে। লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে ওই সভার আয়োজন করছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হেলিকপ্টারে এসে সভা করে আবার ওইদিনই মালদহ চলে যাবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর প্রথমবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আসছেন। প্রশাসনিক সভা থেকে তিনি উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন। ওইদিন জেলার বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধনও করা হবে বলে জানা গিয়েছে। লালবাগে তাঁর সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসনের তরফে সভাস্থল পরিদর্শনের পর শুক্রবার থেকে সেখানে মঞ্চ তৈরির কাজ শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর তিন দিনের মধ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সভার প্রস্তুতি করাই এখন বাড়তি চ্যালেঞ্জ জেলা প্রশাসনের। সুষ্ঠুভাবে এই সভা করার জন্য জেলা প্রশাসন ও পুলিস যৌথভাবে কোমর বেঁধে নেমেছে। 
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অফিসিয়ালি চিঠি না পেলেও ২০ জানুয়ারি তাঁর সভার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে সভা হবে। পাশেই কোনও ফাঁকা জায়গায় তাঁর হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা ও পরিষেবা প্রদানের অনুষ্ঠানের আয়োজন চলেছে। আগামী সপ্তাহেই তিনি এখানে আসবেন। আমরা সকলেই তাঁকে স্বাগত জানাব। জেলাবাসীকে উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের ডালি সাজিয়ে নিয়ে আসেন। আমরা সকলেই তাঁর জন্য অপেক্ষায় আছি। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে সীমান্তবর্তী এই জেলার তিনটি লোকসভা কেন্দ্রে ম্যারাথন সভা করেন তৃণমূল সুপ্রিমো। তিনটি আসনেই তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য নবাবি মুলকের বাসিন্দাদের আগেই তিনি ধন্যবাদ জানিয়েছেন। লোকসভা নির্বাচনের পর এই প্রথম তিনি জেলা সফরে আসছেন। প্রশাসনিক সভা হলেও তৃণমূলের জেলা নেতৃত্বের মধ্যে এই সভা ঘিরে উন্মাদনা বাড়ছে।
 বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের এক নেতা বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও। তাঁর সভা ঘিরে আমাদের আলাদা উন্মাদনা থাকে। এই সভাতেও জেলার প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগদান করবে। তাঁকে স্বাগত জানানোর জন্য আমরা মুখিয়ে আছি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা