বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সংস্কার হয়নি, নষ্ট হচ্ছে রানাঘাটের আমদার বিল

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রানাঘাট ১ ব্লকের দক্ষিণ বিষ্ণুপুর মৎস্যজীবী সমবায় সমিতিতে কোনও নির্বাচিত বোর্ড না থাকায় নষ্ট হতে বসেছে মহকুমার অন্যতম বড় জলাশয় আমদার বিল। রানাঘাট ১ ব্লকের নপাড়া-মাসুন্দা এবং হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশজুড়ে রয়েছে এই বিল। যার আয়তন প্রায় ২১১ একর। ১৯৭৪ সালের রাজ্যের মৎস্য দপ্তরের অধীনে থাকা বিলটি তুলে দেওয়া হয়েছিল দক্ষিণ বিষ্ণুপুর মৎস্যজীবী সমবায় সমিতির হাতে। মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ বিষ্ণুপুর অঞ্চলের মৎস্যজীবীদের নিয়ে সমবায় গঠনের মাধ্যমে বিলটিকে ব্যবহার করা এবং মৎস্যজীবীদের রুটিরুজির ব্যবস্থা করা। সেই মতো একসময় রুই, কাতলা, সিলভার কার্প জাতীয় বিভিন্ন মাছ চাষ করা হতো। আশেপাশের তিনটি পঞ্চায়েত এলাকার বেশ কয়েক হাজার মৎস্যজীবী নির্ভরশীল ছিলেন এই বিলের উপর। কিন্তু এখন অনিয়মিত মাছ ছাড়া এবং সংস্কারের অভাবের কারণে বিল থেকে মুখ ঘোরাচ্ছেন মৎস্যজীবীরা। 
সমবায় সমিতি সূত্রের খবর, বর্তমানে খাতায় কলমে ৪৯৩ জন সদস্য রয়েছেন। তবে সক্রিয় সদস্য সংখ্যা মাত্র ১৫০। কিন্তু অনেকেই আজ ভিন্ন পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন। বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ওই সমবায়ের প্রশাসক ও ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাপস হালদারকে। নির্বাচন না হওয়ায় মাছ চাষ অনিয়মিত হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে বিল। অধিকাংশ জায়গা ঢেকে গিয়েছে কচুরিপানায়। সরকারের তরফে উদ্যোগ না থাকায় সংস্কারও হচ্ছে না। অথচ এই বিলকেই পর্যটনের কাছে ব্যবহারের চিন্তাভাবনা করে বিল খনন এবং সংস্কারের জন্য ২০০৯ সালে খরচ হয়েছিল প্রায় ২৩ কোটি টাকা। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ভোলা বিশ্বাস বলেন, আমাদের এলাকার অনেক লোকেই এই বিল থেকে মাছ ধরেই সংসার চালাত। কিন্তু এখন আর বিলে নিয়মিত মাছ ছাড়া হয় না। সমবায়টাও ধুঁকছে। অনেকে আজকাল টোটো চালাচ্ছে। মৎস্য দপ্তর নিজে যদি উদ্যোগী হতো, তাহলেও কিছু উপায় বের হতো। একসময় এই বিলের মাছ জেলার বাইরে যেত। অথচ এখন সবই কচুরিপানায় ঢেকে যাচ্ছে। বিষয়টি নিয়ে ওই সমবায় সমিতির বর্তমান প্রশাসক তাপস হালদার বলেন, এই বছর নির্বাচন হওয়ার কথা রয়েছে। আশা করছি নতুন বোর্ড গঠিত হলে সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। সমস্ত কিছু আবার নিয়মমাফিক চলবে। একই প্রশ্নের উত্তরে রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ বলেন, বিলটি মৎস্যজীবীদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠন হলেই ফের আমদার বিলকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে। -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা