দক্ষিণবঙ্গ

আজ আসানসোলে ভার্চুয়ালি ছটঘাট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আজ, বৃহস্পতিবার আসানসোলে ছট ঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি ঊষাগ্রামের সিলিকেট ফ্যাক্টরি রোডে রামগুলাম সিং তালাবের ছটঘাটের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন উপলক্ষ্যে হাজির থাকবেন পুলিস-প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবারই ছটঘাট পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন ছটঘাট পরিদর্শন করেন জেলাশাসক পোন্নমবলম এসও। 
ছট উপলক্ষ্যে দুর্গাপুর পুরসভা কন্ট্রোল রুম চালু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ছট সংক্রান্ত কোনওরকম সমস্যা হলেই সেখানে ফোন করা যাবে। ছট উপলক্ষে যানজট এড়াতে একাধিক রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ হচ্ছে। বিভিন্ন রাস্তায় ভারী গাড়িও যাতায়াত করতে দেওয়া হবে না। মেয়র বিধান উপাধ্যায় বলেন, আজ মুখ্য‌মন্ত্রী ছট ঘাটের উদ্বোধন করবেন। আমরা প্রস্তুতি খতিয়ে দেখেছি। 
দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, প্রতিটি ঘাটে পুরসভার লোক থাকবে। প্রতি বরো অফিসকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবেও তিনটি নম্বরে ফোন করলে ছটব্রতীরা সাহায্য পাবেন। নম্বরগুলি হল-৯৬৩৫৬৯২১৮৬, ৭০০১৬০৬৫২৫, ৯৯৩২২৫৪২২৩। ডিসি ট্রাফিক ভিজি পশুমূর্তি বলেন, আসানসোল শহরে বৃহস্পতিবার দুপুর ২টো থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী যানচলাচল নিষিদ্ধ। ২নম্বর জাতীয় সড়কে কলকাতা অভিমুখের লেনে বৃহস্পতিবার সকাল থেকে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না। ভুতনাথঘাট, কাল্লাঘাট, রানিগঞ্জ বেশকিছু এলাকায় টোটো চলাচল করতে দেওয়া হবে না।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা