দক্ষিণবঙ্গ

মহিলার শ্লীলতাহানি, প্রতিবাদ করায় স্বামীকে মার, অভিযুক্ত তৃণমূলকর্মী

সংবাদদাতা, বিষ্ণুপুর: ইন্দাসের বামনিয়া এলাকায় কালীপুজোর ভাসানে এক মহিলার সঙ্গে মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করা হয়। প্রতিবাদ করায় তাঁর স্বামীকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার ওই মহিলা এবং তাঁর স্বামী এনিয়ে বাঁকুড়ার পুলিস সুপারের কাছে অভিযোগ জানান। ওই মহিলার অভিযোগ, রবিবার কালীপুজোর ভাসানের সময় স্থানীয় এক তৃণমূল কর্মী মদ্যপ অবস্থায় তাঁর শ্লীলতাহানি করে। স্বামী প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকি এমনকী গণধর্ষণেরও হুমকি দেওয়া হয়। তাই নিরাপত্তার জন্য তাঁরা পুলিস সুপারের দ্বারস্থ হন। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত তৃণমূল কর্মীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এব্যাপারে তৃণমূল কংগ্রেসের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, কালীপুজোর ভাসানকে কেন্দ্র করে শ্লীলতাহানির একটি অভিযোগ হয়েছে। পুলিস আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সে দলের কোনও পদেও নেই। 
এদিন অভিযোগকারিণী বলেন, রবিবার ভাসান দেখতে গিয়েছিলাম। হঠাৎ করে ওই তৃণমূল কর্মী আমার গায়ে হাত দেয়। ভয় পেয়ে আমি পালিয়ে আসার চেষ্টা করলে আমার পিছু ধাওয়া করে। তা দেখে আমার স্বামী প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকী আমাকে তুলে নিয়ে এসে গণধর্ষণের হুমকি দেয়। থানায় অভিযোগ জানানোর পরেও অভিযুক্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছি। সেই জন্য পুলিস সুপারের কাছে অভিযোগ জানিয়েছি।
54m 43s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা