দক্ষিণবঙ্গ

রাধানগর অন্নপূর্ণা বারোয়ারির থিমে এবার মধ্যপ্রদেশের মহাকালের মন্দির

অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: মধ্যপ্রদেশের চম্বল নদীর পাশে উজ্জয়ন শহর। আর সেখানেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মহাকাল মন্দির। যা হিন্দুদের পবিত্র মন্দিরগুলির একটি। মহাদেবের সেই আলয়েই মা দুর্গার অপর রূপ জগদ্ধাত্রীকে এবার দেখা যাবে কৃষ্ণনগরে। মহাকালের সেই পবিত্র স্থানকেই থিমের ভাবনায় তুলে ধরছে কৃষ্ণনগরের রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি। সীমান্তের শহর থেকে মধ্য ভারতের তীর্থস্থান ভ্রমণের সুযোগ করে দিচ্ছে শহরবাসীকে। এই পুজো শহরবাসীর নজর কাড়তে চলেছে। এবার এই বারোয়ারির পুজো ৩০তম বর্ষে পদার্পণ করেছে। 
রাধানগর এলাকা কৃষ্ণনগর শহরের মূল কেন্দ্র বেশকিছুটা দূরে। জগদ্ধাত্রী পুজোর সিংহভাগটাই কৃষ্ণনগরের মূল কেন্দ্রের আশেপাশের মধ্যেই সীমাবদ্ধ। ফলে, দূরবর্তী রাধানগর অন্নপূর্ণা বারোয়ারি জনসমুদ্রের অভিজ্ঞতা থেকে দীর্ঘ বহু বছর বঞ্চিত থেকে এসেছে। পুজোর আয়োজনে খামতি না থাকলেও দূরত্বের কারণে সেভাবে দর্শনার্থী আসত না। তবে রাধানগর অন্নপূর্ণা বারোয়ারির ভাগ্যের চাকা ঘুরেছে বিগত আট বছর আগে। থিমের চমক, পুজোর জমকালো আয়োজন সেই দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। বিগত কয়েক বছর ধরে এই পুজোয় দর্শনার্থী উপচে পড়ছে। যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। তাই এবছর পুজোর ভিড় নিয়ন্ত্রণ করতে বাউন্সার রাখার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। 
সরু রাস্তার উপর তৈরি মণ্ডপ দেখলে বোঝার উপায় থাকে না, যে সেখানে জায়গার ঘাটতি রয়েছে। সরু রাস্তার উপরেই এবার তৈরি হয়েছে মহাকাল মন্দির। নবমীর রাতে যেখানে মহাদেব এবং জগদ্ধাত্রী একইসঙ্গে পূজিত হবেন। মণ্ডপের ভিতরেই তৈরি করা হয়েছে মহাদেবের মন্দির। তারপর সেই মন্দির ফেলে রেখে একটু এগলেই দেখা যাবে মা জগদ্ধাত্রীকে। দুই দেবতার আরাধনায় পুজো মণ্ডপের চারিপাশ এক আধ্যাত্মিক জগত গড়ে তুলছে পুজো কমিটি। 
পুজো কমিটির সম্পাদক রাজকুমার দত্ত বলেন, শহরের শেষ প্রান্তে আমাদের এই পুজো হয়। বিগত কয়েক বছর ধরে আমাদের এই পুজোতে ব্যাপক লোকসমাগম হচ্ছে। পুজোর দিন কার্যত জনসমুদ্র আছড়ে পড়ছে আমাদের মণ্ডপে। এবছর আমাদের পুজোর থিম উজ্জয়নের মহাকাল মন্দির। দেবাদিদেব মহাদেবের তীর্থস্থানকে ফুটিয়ে তোলা হচ্ছে। পুজো কমিটির কোষাধ্যক্ষ অর্জুন দত্ত বলেন, ‘এবছর আমাদের পুজোর বাজেট কিছুটা বেড়েছে। প্রায় ১৬ লক্ষ টাকা খরচ হচ্ছে। বিগত বছরের থেকে এবার খরচের অঙ্কটা একটু বেশিই।’
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা