দক্ষিণবঙ্গ

কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে পুলিস ক্যাম্পের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: বড় মাঠের সামনের কিছু অংশে বাতি রয়েছে। কিন্তু মাঠের বেশিরভাগ জায়গাই সন্ধে নামলে অন্ধকারে ঢেকে যায়। বিশেষত মাঠের কোণের দিকে সন্ধ্যার পর নেশাগ্রস্তদের আসর বসে। কৃষ্ণনগর শহরের বিভিন্ন মাঠে হামেশাই এধরনের দৃশ্য দেখা যায়। বিশেষত কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে অল্পবয়সী নেশাখোরদের উৎপাত সবচেয়ে বেশি। গাবতলার মাঠ, বিপিসিআইটি কলেজ লাগোয়া মাঠেও এই ছবি দেখা যায়। কৃষ্ণনগরে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনার পর এসব জায়গায় পুলিসের নজরদারি আরও বাড়ানো হচ্ছে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে পুলিসের অস্থায়ী ক্যাম্প তৈরি হবে। ছাত্রীর রহস্যমৃত্যুর তদন্তে নেমে গভর্নমেন্ট কলেজ মাঠের প্রসঙ্গ বারবার পেয়েছে পুলিস।
কৃষ্ণনগর পুলিস জেলার এসপি অমরনাথ কে বলেন, ওই মাঠের এক জায়গায় পুলিসের আউটপোস্ট তৈরি করা হবে। সেখানে কিছু পুলিস থাকবেন। টহলদারিও বাড়ানো হয়েছে। আগামী দিনেও এসমস্ত জায়গায় বিশেষ নজর দেওয়া হবে।
সম্প্রতি কৃষ্ণনগরে এক ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে রাজ্যজুড়ে হইচই পড়ে যায়। লক্ষ্মীপুজোর দিন মণ্ডপের পাশ থেকেই তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ওই জায়গা গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে ২০০ মিটার দূরে। ওই ছাত্রী ও খুনে অভিযুক্ত প্রেমিক অতীতে বারবার এই মাঠে এসেছিল। ঘটনার দিনও দু’জন আলাদা আলাদা সময়ে এই মাঠে আসে। এমনকী, ঘটনার দিন রাতে অভিযুক্ত প্রেমিক এই মাঠে দাঁড়িয়েই ফোনে ওই ছাত্রীর সঙ্গে শেষবার কথা বলেছিল।
পুজোর ভাসানের রাতে বহু অশান্তির সূত্রপাত শহরের এসমস্ত মাঠ থেকেই হয়। ভাসানের আগে মাঠে নেশাগ্রস্ত অবস্থায় দুই গোষ্ঠীর মারামারি থেকেই বড় গণ্ডগোল বেধে যায়।
জেলাশাসক অফিসের মোড় থেকে কৃষ্ণনগর সদর মোড়ের দিকে হেঁটে কিছুদূর গেলেই গভর্নমেন্ট কলেজের মাঠ বাঁ হাতে পড়ে। গেটের সামনের অংশ আলোকিত থাকলেও মাঠের শেষ প্রান্তে গ্যালারি চত্বর অন্ধকারে ডুবে থাকে। এমনকী, গ্যালারির পাশের ভাঙাচোরা ঘর সন্ধ্যায় নেশাগ্রস্তদের আখড়ায় পরিণত হয়। এই মাঠেই এবার পুলিস ক্যাম্প হবে। শহরের অন্য মাঠের আশপাশে রাতে পুলিসি টহল বাড়ানো হবে।
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা