দক্ষিণবঙ্গ

ষষ্ঠী থেকেই গৌরাঙ্গ সেতুতে যান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা

সংবাদদাতা, নবদ্বীপ: ক্ষয়ক্ষতি সারিয়ে সম্ভবত আগামী ষষ্ঠীর দিন থেকে পুরোদমে চালু হতে চলেছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। বর্তমানে এই সেতু দিয়ে যান চলাচল একদিক দিয়ে হলেও আগামী বুধবার থেকে যাতায়াত আগের মতোই স্বাভাবিক হবে বলে পূর্তদপ্তরের বিশ্বস্ত সূত্রে খবর। তবে এর আগে মেরামতির জরুরি কিছু কাজ সারতে বুধবার ভোরে কয়েক ঘণ্টার জন্য সেতুতে ট্রাফিক ব্লক থাকতে পারে। সেই সময় কোনও যান চলাচল করতে পারবে না সেতুর উপর দিয়ে। পূর্তদপ্তরের নদীয়া হাইওয়ে ডিভিশন-১ এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম বলেন, যুদ্ধকালীন তৎপরতায় সেতুতে ক্যাম্প করে কাজ চলছে। এখন একদিক দিয়ে গাড়ি চলাচল করছে। তবে শীঘ্রই সেতুটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার সকালে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে গিয়ে দেখা গেল, যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে মেরামতির কাজ। মাঝামাঝি অংশে সেতুটির ক্ষতি হয়েছে। সেই জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ব্রিজের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত কাজকর্ম খতিয়ে দেখছেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা। নবদ্বীপ থানার পুলিস কর্মীরা যান নিয়ন্ত্রণ করছেন। সেতুর একদিক দিয়ে হাল্কা সব ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে। দু’দিক থেকেই অল্প সংখ্যক গাড়ি ছাড়া হচ্ছে। এর ফলে গৌরাঙ্গ সেতু যাওয়ার রাস্তার দু’দিকে কিছু সময়ের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে কিছু সংখ্যক গাড়ি। এর ফলে বাস সহ অন্যান্য যানবাহন নিয়ে চালকদের নাজেহাল অবস্থা। তবে স্কুল এবং অফিসের সময় সবচেয়ে বেশি যানজট সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া সমস্যায় পড়ছেন নবদ্বীপ শ্মশানে মৃতদেহ দাহ করতে আসা শ্মশান যাত্রী এবং রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স চালকদের। জানা গিয়েছে, গৌরাঙ্গ সেতুর এই পরিস্থিতিতে নবদ্বীপ শ্মশানে মৃতদেহ দাহ করতে আসছেন না অনেক মৃতের পরিবার-পরিজন।
উল্লেখ্য, বৃহস্পতিবার গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ভাগীরথীর ওপরে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর মাঝামাঝি অংশের দু’টি স্ল্যাবের সংযোগস্থলে ফিঙ্গার এক্সপ্যানশন জয়েন্টের প্লেট সরে যাওয়ায় এই বিপত্তি। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছিল, ব্রিজের উপরের ফ্লোটিং স্ল্যাবের সংযোগস্থলে ফিঙ্গার এক্সপ্যানশন জয়েন্টের এক ধারে অল্প বসে গিয়েছে। প্রায় এক থেকে দেড় ইঞ্চি আপ ডাউন হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়। তবে একটা পাশ দিয়ে সব ধরনের গাড়ি  চলাচল শুরু হয়। রবিবারও এইভাবে গাড়ি চলাচল করেছে। একই সঙ্গে বিশেষজ্ঞদের দিয়ে চলছে ব্রিজ মেরামতির কাজ।শুক্রবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের পূর্তসচিব অন্তরা আচার্য কলকাতা থেকে বিশেষজ্ঞ দলের উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ কর্মীদের এবং নদীয়া জেলাশাসককে সঙ্গে নিয়ে সেতু পরিদর্শন করেন। তিনি বলেন, ব্রিজে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবে আশ্বাস দিতে পারি, ব্রিজ ভালো কন্ডিশনে আছে। এজন্য পশ্চিমবঙ্গ পিডব্লুডি সব রকম পদক্ষেপ নিচ্ছে। কম সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। বহু পুরনো ব্রিজ, তাই এটাকে পুরোপুরি ঠিক করতে একটু সময় লাগবে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা