দক্ষিণবঙ্গ

অল্পদিনেই বেহাল পথশ্রী প্রকল্পের রাস্তা, ক্ষোভ লোয়াপুর কৃষ্ণরামপুরে

সংবাদদাতা, মানকর: পথশ্রী প্রকল্পে তৈরি রাস্তা অল্পদিনেই বেহাল। রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছেন গলসি-১ ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার যাচ্ছে রাস্তা দিয়ে। এত চাপ নেওয়ার ক্ষমতা রাস্তাগুলির নেই। ফলে রাস্তা নষ্ট হচ্ছে। বেহাল রাস্তা দিয়ে চলতে গিয়ে সাধারণ মানুষের ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ।
স্থানীয়দের বক্তব্য, লোয়াপুর কৃষ্ণরামপুর এলাকায় পথশ্রী প্রকল্পে একাধিক কাঁচা রাস্তা পাকা হয়েছে। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। বেশ কিছু জায়গায় পিচ উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলেই জল জমছে। কয়েক জায়গায় দেখা গেল রাস্তার দু’ দিকেই পিচ উঠে গিয়ে জল জমেছে। গাড়ি এলে বাইক বা সাইকেলের সরে যাওয়ার জায়গা নেই। সেখানে জল জমে আছে। স্থানীয়দের অভিযোগ, লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তা তৈরি হল। কিন্তু এখন রাস্তার যা দশা তাতে চলাচল করাই সমস্যা। স্থানীয় বাসিন্দা মনিরুল হক মোল্লা, জাফর শেখরা বলেন, লোয়াপুর থেকে বুদবুদ যাওয়ার রাস্তা, লোয়াপুর থেকে ঘাঘড়া মোড় যাওয়ার রাস্তা বেহাল। অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তার উপর বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নির্ভর করেন। তাঁরা বলেন, ওভারলোডেড বালির ডাম্পার চলছে রাস্তায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, তাঁদের যে কোনও কাজে বুদবুদ যেতে হয়। কিন্তু ভারী ডাম্পার চলায় রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তায় লাগানো প্রশাসনের ক্যামেরায় সেই ছবি আছে। এখন সামান্য বৃষ্টিতেই জল জমছে। বর্ষায় তাঁদের যাতায়াতে ভীষণ সমস্যা হবে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। মনিরুল বলেন, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জেলা ও ব্লক প্রশাসনকে জানিয়েছি।বিজেপি নেতা রমন শর্মা বলেন, শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় পথশ্রীর রাস্তা বেহাল হয়েছে। রাস্তার মান ঠিক নেই। সরকারি নজরদারিও নেই। কেন্দ্র সরকারের টাকা নয়ছয় হচ্ছে। পঞ্চায়েত প্রধান মিরাজ মল্লিক বলেন, প্রশাসনকে জানিয়েছি। এই রাস্তায় দশ টনের বেশি গাড়ি যাওয়া নিষিদ্ধ। কিন্তু অসাধু ব্যক্তিরা চল্লিশ টনের গাড়ি পারাপার করছে। বিষয়টি নিয়ে গলসি-১ ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, কড়া নজরে রেখেছি।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা