দক্ষিণবঙ্গ

মিড-ডে মিলের গুণগত মান বাড়াতে কাটোয়ায় রাঁধুনিদের প্রশিক্ষণ

সংবাদদাতা, কাটোয়া: স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিল রান্নার গুণগত মান আরও ভালো হতে হবে। তাই কাটোয়ার সমস্ত স্কুলের মিড-ডে মিল রাঁধুনিদের দক্ষতা বাড়াতে এবার উৎকর্ষ বাংলার আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। কাটোয়া শহরজুড়ে থাকা সমস্ত স্কুলের রাঁধুনিদের ধাপে ধাপে প্রশিক্ষণ দিচ্ছেন উৎকর্ষ বাংলার বিশেষজ্ঞরা। শুক্রবার কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীকালে বিভিন্ন ব্লকে প্রশিক্ষণ দেওয়া হবে।
উৎকর্ষ বাংলার কাটোয়া মহকুমার প্রকল্প আধিকারিক সৌম্যজিৎ দত্ত বলেন, তিনদিন ধরে প্রশিক্ষণ শিবির চলছে। কীভাবে স্কুলের পড়ুয়াদের জন্য নিরাপদে মিড-ডে মিল রান্না করতে হবে-তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককেই সার্টিফিকেট দেওয়া হবে।
কাটোয়া শহর এলাকায় প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের সমস্ত রাঁধুনিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে সবমিলিয়ে ১৮০জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রত্যেকদিন ৯০ জন করে মহিলাকে রান্নার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পড়ুয়াদের মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়াই সরকারের লক্ষ্য। কিন্তু অনেক জায়গায় দেখা যায়, মিড-ডে মিলের খাবার খেয়ে অনেক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যকর খাবার রান্না, নির্দিষ্ট টাকার মধ্যে পুষ্টিকর খাবার রান্নার বিষয়ে রাঁধুনিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেইসঙ্গে হিসেব রাখার কাজও রাঁধুনিদের শেখানো হবে। এর আগে রাঁধুনিদের রান্নার জন্য নির্দিষ্ট পোশাক দেওয়া হয়েছিল।
অনেক স্কুলের শিক্ষকরা জানান, আগে স্কুলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা দরকার। এখনও কাটোয়া মহকুমার অনেক স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশেই মিড-ডে মিল রান্না করা হয়। অনেক স্কুলে পড়ুয়াদের খেতে বসার ভালো জায়গাও নেই।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার থেকে অর্থাগম যোগ। বিদ্যার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
30th     June,   2024
দিন পঞ্জিকা