বিনোদন

‘সাফল্য বা ব্যর্থতা কোনওটাকেই বেশি গুরুত্ব দিই না’

দেবারতি ভট্টাচার্য, মুম্বই: ‘ভাইয়াজি’র হাত ধরে সিনে ময়দানে সেঞ্চুরি হাঁকালেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর একশোতম ছবি মুক্তি পেল সদ্য। তা নিয়ে আড্ডা দিলেন অভিনেতা।  
সেঞ্চুরি
ফিল্মি ময়দানে মনোজ তাঁর ৩০ বছরের লম্বা ইনিংসে এবার সেঞ্চুরি করলেন। কেরিয়ারের একশোতম ছবির প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সত্যি বলতে আমার একশোতম ছবি সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না। অপূর্ব (সিং কার্কি, পরিচালক) আমাকে একথা জানিয়েছিল। আমার তিন দশকের অভিনয় জীবন উদযাপনের পরিকল্পনা ওরই ছিল।’ প্রথমে নাকি ‘ভাইয়াজি’তে অভিনয় করার ইচ্ছা ছিল না তাঁর। কেন? বললেন, ‘কমার্শিয়াল হিরো হিসাবে আমি কোনদিনই নিজেকে ফিট করতে পারি না। কিন্তু অপূর্বর বক্তব্য ছিল এই ছবিটি আমি করলে তা ব্যতিক্রমী হয়ে থাকবে। ওর আবেগের কাছে শেষ পর্যন্ত আমি আত্মসমর্পণ করেছিলাম।’
ভাগ্য বনাম পরিশ্রম 
কেরিয়ারের শুরুতে মনোজ ভাবতেও পারেননি যে তাঁর ঝুলিতে একশোটা ছবি থাকবে। ৩০ বছরের এই দীর্ঘ পথ চলার পিছনে কার কৃতিত্ব বেশি? ভাগ্য না পরিশ্রম? হেসে বললেন, ‘এক্ষেত্রে দু’টি জিনিসই কাজ করে। তবে আমার ভাগ্য কোনওদিনই সেভাবে আমাকে সঙ্গ দেয়নি। আমার এই দীর্ঘ সফরের পিছনে আছে কাজের প্রতি আমার আবেগ আর একাগ্রতা। ছোটবেলা থেকেই আমি ভীষণ জেদি। তবে ঈশ্বর ছাড়াও আমার সাফল্যের কৃতিত্বের ভাগীদার অবশ্যই পরিচালকরা। তাঁরা আমার প্রতি আস্থা রেখেছেন।’ পাশাপাশি সাফল্যকে অত্যধিক প্রশ্রয় না দেওয়াই তাঁর একশোটা ছবি করতে পারার নেপথ্য কারণ বলে মনে করেন মনোজ। ব্যর্থতাকেও খুব বেশি গুরুত্ব দেন না তিনি। ‘ছ’ঘন্টার বেশি আমি দুঃখী থাকতে পারি না’, স্বীকারোক্তি তাঁর। 
প্রথার বাইরে
তথাকথিত নায়কোচিত চেহারা না হয়েও মনোজ নায়ক রূপে দর্শকের মন বারবার জয় করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নানা পাটেকর, শত্রুঘ্ন সিনহা— এঁদের কাউকেই প্রচলিত নায়কের মতো দেখতে নয়। কিন্তু ওঁরা নিজেদের ভাগ্য, প্রতিভা, আর পরিশ্রমের জোরে কল্পনাতীত উচ্চতায় পৌঁছেছেন। ইন্ডাস্ট্রি সুদর্শন নায়ক চায় বলেই আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমাদের কাজ করে যেতে হবে।’ 
নিজের ছবি
নিজের ছবি সে অর্থে দেখেন না মনোজ। তাঁর কথায়, ‘আমার ছবি কমই দেখি। এমনকি মনিটরও দেখি না। আর দেখেও বা কী করব। কোনও ভুল-ত্রুটি চোখে পড়লে তা শুধরে নেওয়ার সুযোগ থাকে না। তাই অত না ভেবে পরের ছবির কাজে মন দিই।’  
 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা