বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

জলদাপাড়া এবং গোরুমারার জঙ্গলে শুরু হল গণ্ডার গণনা, কাজে লাগানো হচ্ছে ৯০টি হাতি

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের জঙ্গলে শুরু হয়ে গেল গণ্ডার গণনা। আজ, বুধবার ভোর থেকেই জলদাপাড়া এবং গোরুমারার জঙ্গলে কুনকি হাতির পিঠে চেপে গণ্ডার গণনার কাজ শুরু করে দিয়েছেন বন কর্মীরা। গণ্ডার গণনার জন্য আজ, বুধবার এবং আগামী কাল, বৃহস্পতিবার পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল। গোরুমারায় ২০টি কুনকি এবং জলদাপাড়ায় ৭০টি কুনকি অর্থাৎ মোট ৯০টি হাতি নামানো হয়েছে এই গণ্ডার গণনার কাজে। তিন বছর আগে শুমারিতে জলদপাড়ায় ২৯২টি গণ্ডারের উপস্থিতি পাওয়া গিয়েছিল। এবার সংখ্যাটা ৩০০ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা। জলদাপাড়ায় ৬৫টি ব্লক, ১১০টি পয়েন্ট এবং ২১টি ওয়াচ টাওয়ার থেকে গণ্ডার গণনার কাজ চলছে বলে জানা গিয়েছে।
গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, "জঙ্গলে বেশি মানুষজন কিংবা গাড়ি প্রবেশ করলে গণ্ডাররা তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে গণনায় সমস্যা দেখা দেবে। এই কারণেই ৫-৬ মার্চ পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ থাকছে।" তিনি আরও বলেন, "গণ্ডার গণনায় গোরুমারায় প্রায় ২০টি কুনকি হাতিকে কাজে লাগানো হচ্ছে। এছাড়া হেঁটে, গাড়িতে চেপে এবং ড্রোন উড়িয়েও চলবে গণ্ডার গণনার কাজ। দ্বিজপ্রতিমের সংযোজন, "মোট ৩৭টি দল কাজ করছে। প্রায় ১০০ বন কর্মী গণ্ডার গণনার কাজে যুক্ত থাকবেন। থাকছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। এর আগে ২০২২ সালে যখন গণনা হয়েছিল, গোরুমারায় গণ্ডারের সংখ্যা ছিল ৫৫। এবার তা ৬০ ছাড়িয়ে যাবে বলে আমাদের আশা।"
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা