বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

রঙিন বসন্তে ধূসর দিনহাটা, ধুলোয় নাজেহাল শহরবাসী

সংবাদদাতা, দিনহাটা: বসন্ত মানে ফুলের সমাবেশ। শিমুল, পলাশ, ক্যামেলিয়া, ইউক্যালিপ্টাসে সুসজ্জিত গাছ যেন নিজের পাখা মেলে ধরে। এমন রঙিন বসন্তে দিনহাটার রং ধূসর। জল পরিষেবা দিতে নানা জায়গায় খনন হচ্ছে শহরে। তার জেরে দিনহাটা যেন ‘ধুলোনগরী’। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি ধুলোয় জেরবার শহর। এই দু’য়ের প্রাদুর্ভাবে সর্দি-কাশিতে  অনেকে আক্রান্ত হচ্ছেন। নাকে রুমাল চেপে চলাফেরা করতে হচ্ছে। ধুলো থেকে রেহাই দিতে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করুক, চাইছেন আমজনতা। পুরসভা থেকে নিয়মিত জল ছিটানোর দাবি উঠছে। রাস্তা খননের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে পুরসভা। 
দিনহাটা পুরসভার চেয়ারপার্সন অপর্না দে নন্দী বলেন, উন্নয়নমূলক কাজ চলার জন্য অল্প কিছুদিনের জন্য অসুবিধা হচ্ছে। দ্রুত রাস্তাগুলি সমান করে দেওয়া হচ্ছে। পানীয় জলের পাইপ পাতা হয়ে গেলে রাস্তাগুলিও ঠিক করে দেওয়া হবে।
এ বছরের জানুয়ারি মাসে পানীয় জল পরিষেবার জন্য খনন শুরু হয়।  শহরের প্রতিটি বাড়িতে দেওয়া হবে পানীয় জলের সংযোগ। শহরের ৯৮ কিমি জায়গাজুড়ে নতুন পাইপলাইন বসবে। ১০ হাজারেরও বেশি পরিবার উপকৃত হবে। চার মাসের মধ্যে কাজ শেষের পরিকল্পনা নেওয়া হয়। দ্রুত রাস্তার ধারের একাংশ কেটে জলের পাইপলাইন বসানো শুরু হয়। শীতের সময় কাজে সমস্যা ছিল না। শীত শেষেই তাল কাটে। বসন্তে ধুলোয় নাজেহাল  হচ্ছেন শহরবাসী। সকালে পুরসভা থেকে অনেক জায়গায় জল ছিটালেও তা   ধুলো কমানোর জন্য পর্যাপ্ত নয়। অনেক গৃহস্থ নিজেরাই জল ছিটিয়ে ধুলো রুখছেন। একধারে খননের ফলে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। বাইক, টোটোচালকদের গাড়ি ঘোরাতে সমস্যা হচ্ছে। 
দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী বলেন, শহরবাসীর উন্নয়নের জন্য পানীয় জলের প্রকল্পের কাজ চলছে। বসন্তের সময় এই কাজে ধুলোর সমস্যা হচ্ছে। পথচলতি সাধারণ মানুষ ধুলোর কারণে নাজেহাল। দ্রুত কাজ শেষ করে এই পুরসভার এই সমস্যা মেটানো উচিত।  
এই ব্যাপারে দিনহাটা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাপস বর্মন বলেন, দ্রুত শহরের প্রতিটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা। চার মাসের মধ্যে এজেন্সিকে কাজ সম্পন্ন করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধুলো সমস্যার জন্য রাস্তার ধারে পুরসভা থেকে জল দেওয়া হয়। কোথাও সমস্যা থাকলে পুরসভায় জানালে, দ্রুত সমাধান করা হবে।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা