বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিজেপির কার্যালয়ে বেআইনিভাবে ভবন নির্মাণের অভিযোগ, চিঠি ধরাল পুরসভা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলা কার্যালয়ে বেআইনিভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, কোনওরকম বিল্ডিং প্ল্যান পাশ না করিয়েই জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে দলের জেলা কার্যালয়ে ভবন নির্মাণ করছে বিজেপি। এনিয়ে একাধিকবার চিঠি ধরানো হয়েছে পুরসভার তরফে। অবিলম্বে ওই ভবন নির্মাণের কাজ বন্ধ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পুর কর্তৃপক্ষ। যদিও এনিয়ে পাল্টা তোপ দেগেছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। তাঁর হুঙ্কার, ‘তৃণমূলের দম থাকলে আমাদের পার্টি অফিসে নির্মাণ ভাঙতে আসুক। তখন আমরা দেখে নেব।’ আগামী দিনে জলপাইগুড়ি দলের জেলা কার্যালয়ে ঝা চকচকে পাঁচতলা ভবন তৈরি হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর তোপ, রেকর্ড করা সম্পত্তি। খাজনা দেওয়া। মিউটেশন করা। তারপরও এতদিন আমাদের ভবন তৈরি করতে দেওয়া হয়নি। বিজেপি কর্মীরা কি সারাজীবন মাঠেঘাটে, রোদেজলে বসে কাজ করবেন? ভবন হবেই। তৃণমূলের কোনও কাউন্সিলার, নেতা যেন এটাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি না ভাবেন।
যদিও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বক্তব্য, শহরে যে কোনও নির্মাণের জন্য পুরসভার কাছ থেকে বিল্ডিং প্ল্যান পাশ করাতে হয়। বিজেপির পার্টি অফিস করতে না দেওয়া আমাদের লক্ষ্য নয়। কিন্তু জমি সমস্যার সমাধান হওয়ার পর অনলাইনে বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে তবেই ভবন নির্মাণ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে পুরসভা আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথে হাঁটবে। বিজেপি নেতার হুঙ্কার নিয়ে সৈকতের মন্তব্য, শিয়ালও তো হুঙ্কার দেয়। তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাই না।
অভিযোগ, বিজেপির জেলা কার্যালয় যেখানে অবস্থিত, সেখানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে। ফলে প্রয়োজনীয় অনুমতি ছাড়া সেখানে কোনও নির্মাণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। বেশ কয়েক বছর আগে একবার জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড বিজেপির জেলা কার্যালয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেয়। তারপর তা বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি আবার ভবন নির্মাণ শুরু হয়েছে। 
এনিয়ে পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, এর আগে একবার ওখানে নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন না মানলে এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, বছর পাঁচেক আগে একবার ওই জায়গায় নির্মাণের জন্য ম্যানুয়ালি বিল্ডিং প্ল্যান পাশ করানো হয়। কিন্তু সরেজমিনে তদন্ত করতে গিয়ে দেখা যায়, সেখানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সহ জমি সংক্রান্ত আরও কিছু সমস্যা রয়েছে। তারপরই পুরসভার প্রশাসনিক বোর্ড নির্মাণ বন্ধের নোটিস দেয়। কোনওভাবে বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না।
যদিও বিজেপির জেলা সভাপতির দাবি, আমাদের কাছে জমির রেকর্ড রয়েছে। তাহলে নির্মাণ বন্ধ করতে বলে পুরসভা বারবার চিঠি ধরাচ্ছে কেন? এনিয়ে বাপির উত্তর, এটা ওদের নোংরা রাজনীতি।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা