বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

গ্রামীণ হাসপাতালে রোগীর এক্স-রে করছেন বেসরকারি ল্যাবের কর্মী!

সংবাদদাতা, হলদিবাড়ি: বিনা অনুমতিতে বেসরকারি ল্যাবের কর্মী দিয়ে চলছে হলদিবাড়ি হাসপাতালের এক্স-রে ইউনিট। মঙ্গলবার বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। বিষয়টি হলদিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের নজরে আনা হলে তিনি এক্স-রে ইউনিটের কর্মীকে শোকজ করেন। 
প্রসঙ্গত, তিন মাস আগে হলদিবাড়ি হাসপাতালে নিরাপত্তারক্ষী দিয়ে চলছিল রোগীর ব্লাড প্রেসার মাপা। এবার প্রকাশ্যে এল বাইরের ল্যাবের কর্মী দিয়ে চলছে এক্স-রে পরিষেবা। হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর পরিজনদের অভিযোগ, এমনিতেই গ্রামীণ এই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বেহাল। তারমধ্যে রাজআমল থেকে হয়ে আসা ময়নাতদন্ত গত একবছর ধরে বন্ধ হলদিবাড়ি হাসপাতালে। এখানে রোগী নিয়ে এলে বেশিরভাগ সময়ই রোগীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় বলে অভিযোগ। 
সোমবার তাঁর মা’কে হাসপাতালে এক্স-রে করাতে নিয়ে এসেছিলেন কমল সরকার। তিনি বলেন, প্রথমে জানতাম ওই ব্যক্তি হাসপাতালেই কর্মী। কিন্তু পরে জানতে পারি বাইরের কোনও ল্যাব থেকে এসেছেন। এটা কী করে হয় বুঝতে পারছি না। আরএক রোগী আশরাফুল হক বলেন, সম্প্রতি বুকে চোট পেয়েছি। চিকিৎসকের পরামর্শে এদিন এক্স-রে করাতে আসি। শুনালাম বাইরে থেকে একজন এসে সংশ্লিষ্ট ইউনিটে এক্স-রে করছেন। এটাও সম্ভব! আমরা চাই, হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করা হোক। 
রোগীদের এক্স-রে করা মিলন হক নামে ওই ব্যক্তি বলেন, হাসপাতালের এক্স-রে ইউনিটের কর্মীকে সহাযোগিতা করতে তিনদিন ধরে আসছি। আগে কখনও আসিনি। আমার অন্যায় হয়েছে। 
বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। বিএমওএইচ ডাঃ সত্যেন্দ্র কুমার বলেন, এটা হতে পারে না। এক্স-রে ইউনিটের দায়িত্বে থাকা কর্মীকে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৯.৩২ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯০.২৬ টাকা৯৩.৬৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা