বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের বহু গ্রামে জল সঙ্কট কোথাও পাইপ ফাটা, কোথাও পাম্প বিকল

সংবাদদাতা, রায়গঞ্জ: পানীয় জলের সঙ্কট রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ১ গ্রামপঞ্চায়েতের বহু গ্রামে। কোথাও পাইপে ফাটল দেখা দেওয়ায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বন্ধ, আবার কোথাও বিদ্যুৎ সংযোগ না থাকায় চলছে না পাম্প। কোথাও আবার সৌরশক্তি চালিত পানীয় জল সরবরাহের মেশিন খারাপ থাকায় চরম সমস্যায় এই গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, উদয়পুর, পিরোজপুর এবং ছত্রপুর এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে। উদয়পুরে প্রায় দু’বছর আগে পাইপ বসানো হলেও বাড়ি বাড়ি জল এখনও আসেনি। বিদ্যুৎ সংযোগ না থাকায় বহুদিন ধরে পিরোজপুরে জল সরবরাহ প্রকল্প বন্ধ। বাসিন্দাদের বক্তব্য, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।
এলাকার বাসিন্দা সঙ্গীতা বর্মন বলেন, বাড়িতে ট্যাপ বসানো রয়েছে। কিন্তু জল পড়ে না। আয়রনযুক্ত জল খেতে হচ্ছে। সামনেই গ্রীষ্মকাল। বাড়ি বাড়ি পানীয় জল এলে সুবিধা হতো। পিরোজপুর জল সরবরাহ প্রকল্পের পাম্প স্টেশনের কর্মী আব্দুল কালাম বলেন, ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ায় একটি পাম্প বন্ধ রয়েছে। তাই জল পাচ্ছে না পিরোজপুর, মেহিন্দিগ্রাম, কর্ণজোড়া এলাকার বাসিন্দারা। উপপ্রধান মিঠু বর্মন বলেন, পিএইচই-তে আমরা সমস্যার কথা জানিয়েছি। এলাকার বেশিরভাগ মানুষ পানীয় জল থেকে বঞ্চিত।
বাড়ি বাড়ি পানীয় জলের সমস্যা নিয়ে রায়গঞ্জ ডিভিশনের পিএইচই’র  এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, রাস্তার কাজ করতে গিয়ে তিন কিমি জায়গায় পাইপ ফেটে গিয়েছে। উদয়পুর জল সরবরাহ প্রকল্পের অধীনে এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পিরোজপুর জল সরবরাহ প্রকল্পের অধীনে থাকা পাম্পে বিদ্যুৎ সংযোগ করা যাচ্ছে না। কারণ, ওই এলাকার বাসিন্দারা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার নিয়ে যেতে দিচ্ছেন না। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা