বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কোচবিহারের মোয়ামারিতে বাইসনের তাণ্ডব, জখম ১

সংবাদদাতা, দেওয়ানহাট: ফের লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল একটি বাইসন। শুক্রবার সকালে বাইসনের হামলায় গুরুতর আহত হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন এক বাসিন্দা। ঘটনাটি ঘটেছে কোচবিহার-১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ওই ব্যক্তির নাম আবুবক্কর সিদ্দিকী। বাইসনের হামলায় গুরুতর আহত ওই ব্যক্তি কোচবিহারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। 
এদিন সাতসকালে গ্রামে ঢুকে পড়ে একটি বাইসন। সেই বাইসনের গুঁতোয় এক ব্যক্তির জখম হওয়ার ঘটনা জানাজানি হতে মোয়ামারিতে ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে এলাকায় চলে আসে বনদপ্তরের টিম। পরে বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন বনকর্মীরা। বাইসনটিকে পরে জঙ্গলে নিয়ে যাওয়া হয়। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই কোচবিহার-১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের আঠারোকোঠা এলাকায় বাইসনটি ঢুকে পড়েছিল। সারা রাত ওই এলাকায় বাইসনটি দাপিয়ে বেড়ায়। খেতের ফসল নষ্ট করে। সকাল হতেই বিষয়টি জানাজানি হয়। দলে দলে লোকজন বাইসন দেখতে জড়ো হলে বাইসনটি উদ্‌ভ্রান্তের মতো ছোটাছুটি শুরু করে। সেসময় আবুবক্কর সিদ্দিকী নামে এক ব্যক্তিকে হামলা করে। বাইসনের শিং আবুবক্করের হাতে ও পিঠের আটকে যায়। ওই অবস্থাতেই বাইসন তাঁকে নিয়ে চলে যায় একটি ভুট্টা খেতে। পরে তাঁকে মাটিতে ফেলে তাঁর উপর শুয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকার লোকজন ট্রাক্টর নিয়ে এসে বাইসনকে তাড়া করলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহারের একটি নার্সিংহোমে গ্রামবাসীরা ভর্তি করেন। 
স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকে একটি বাইসন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষ বাইসন দেখতে রাস্তায় চলে আসে। আবুবক্কর সিদ্দিকী নামে এক ব্যক্তিকে পিছন থেকে হামলা করে শিং ঢুকিয়ে দিয়ে রক্তাক্ত করে। পরে আমরা ট্রাক্টর নিয়ে এসে বাইসনকে তাড়া করি। আবুবক্কর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরে খবর পেয়ে বনদপ্তরের কর্মী ও কোচবিহার কোতোয়ালি থানার পুলিস আসে। ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বাইসনটিকে আটক করে নিয়ে যান বনকর্মীরা।
এ বিষয়ে বনবিভাগের কোচবিহারের ডিএফও অসিত চট্টোপাধ্যায় বলেন, বাইসনের হামলায় একজন আহত হয়েছেন। বাইসনটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে পাতলাখাওয়া জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। জখম ব্যক্তির চিকিৎসা চলছে।  ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করার পর নিয়ে যাওয়া হচ্ছে বাইসনটিকে। - নিজস্ব চিত্র। 
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা