বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিদ্যুতের বকেয়া বিল মেটাতে স্কুলের ১৪টা গাছ কেটে বিক্রি

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিদ্যুতের বকেয়া বিল মেটাতে স্কুলের ১৪টা গাছ কেটে বিক্রি! এমন অভিযোগ ঘিরে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি শহর লাগোয়া দেবনগর সতীশ লাহিড়ী হাইস্কুলে। গাছ কাটার প্রতিবাদে সরব হন ওই স্কুলের প্রাক্তনীদের পাশাপাশি স্থানীয়রা। অভিযোগ পেয়ে স্কুলে গাছ কাটার তদন্তে আসেন বনকর্মীরা। এদিকে, স্কুলে গাছ কাটার প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এদিন তিনটি লিখিত অভিযোগ জমা পড়ে। একটি অভিযোগ করেন স্কুলের প্রাক্তনী ও এলাকার বাসিন্দারা। পরিবেশপ্রেমী সংগঠনের তরফেও একটি অভিযোগ জমা পড়ে থানায়। তৃতীয় অভিযোগ জমা দেন খোদ ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি সুবীরকুমার সরকার।  
প্রাক্তনীদের দাবি, ধাপে ধাপে এখনও পর্যন্ত স্কুলের ১৪টি গাছ কাটা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি আকাশমণি গাছ কেটে টেন্ডার ছাড়াই বিক্রি করে দেওয়া হয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকায়। শুধু তাই নয়, গাছ কাটার পর তা বিক্রি করতে গেলেও বনদপ্তরের কাছ থেকে টিম্বার রোড পারমিট নিতে হয়। সেটাও নেওয়া হয়নি। 
যদিও প্রধান শিক্ষক পারিজাত চৌধুরীর দাবি, প্রশাসনকে জানিয়ে নিয়ম মেনেই গাছ কাটা হয়েছে। তবে মোট কতগুলি গাছ কাটা হয়েছে এবং স্কুলের সম্পত্তি হিসেবে থাকা ওই গাছগুলি কেটে বিক্রির জন্য কোনও টেন্ডার ডাকা হয়েছিল কি না তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি প্রধান শিক্ষক। তাঁর দাবি, গাছগুলি বিপজ্জনক অবস্থায় ছিল। সেকারণে কাটা হয়েছে। 
স্কুল পরিচালন কমিটির সদস্য সৈকত দাস বলেন, লোকসভা ভোটের সময় স্কুলে অনেকদিন কেন্দ্রীয় বাহিনী ছিল। এর জেরে প্রায় ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল হয়। ওই বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের পাশাপাশি স্কুলে পড়ুয়াদের শৌচালয় নির্মাণে গাছ কাটার অর্থ খরচ করা হবে বলে প্রধান শিক্ষক আমাদের জানিয়েছিলেন। 
নিয়ম মেনে যে স্কুলের ওই গাছগুলি কাটা হয়নি তা এদিন স্বীকার করে নেন তদন্তে আসা বনকর্মী পার্থ মুখোপাধ্যায়। তিনি বলেন, বিপজ্জনক অবস্থায় রয়েছে জানিয়ে কয়েকটি গাছের ডাল কাটার জন্য বনদপ্তরের কাছে আবেদন রাখা হয়েছিল স্কুলের তরফে। তাছাড়া গাছ কাটার পর বনদপ্তরের কাছ থেকে টিম্বার রোড পারমিট নিয়ে তবেই সেই গাছ বিক্রি করা যায়। কিন্তু ওই অনুমোদন নেওয়ার আগেই কাটা গাছ বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। 
স্কুল পরিচালন কমিটির সভাপতি বলেন, চারটি গাছ কাটা হবে বলে প্রধান শিক্ষক আমাকে জানিয়েছিলেন। কিন্তু এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরে এদিন স্কুলে এসে দেখি, অনেক বেশি গাছ কাটা হয়েছে। কেন এতগুলি গাছ কাটা হল, সেব্যাপারে আমি পুরোপুরি অন্ধকারে।  নিজস্ব চিত্র।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা