বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

মহদিপুর স্পোর্টিং ক্লাব ও লাইব্রেরির ভলিবল টুর্নামেন্টে হাজির সকলেই

সৌম্য দে সরকার, মালদহ: ইংলিশবাজার ব্লকের মহদিপুর স্পোর্টিং ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে শুক্রবার স্থানীয় হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হল রামচন্দ্র ঘোষ স্মৃতি ভলিবল টুর্নামেন্ট। এদিন একদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। উদ্বোধন থেকে ভলিবল টুর্নামেন্টের সমাপ্তি পর্যন্ত উৎসাহী দর্শকরা একটানা অপেক্ষা করেছেন কয়েক ঘণ্টা ধরে। এই ভলিবল টুর্নামেন্ট গত আট বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মহদিপুরের নিকটজন তথা মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের হাত দিয়ে টানটান উত্তেজনার মধ্যে এদিন সূচনা হয় ভলিবল টুর্নামেন্টের।
মহদিপুর স্পোর্টিং ক্লাব ও লাইব্রেরির সভাপতি তথা মহদিপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, প্রয়াত সমাজসেবী রামচন্দ্র ঘোষ ছিলেন এই এলাকার এক জনপ্রিয় ব্যক্তিত্ব। মহদিপুরের মানুষ তাঁকে অন্তর থেকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তাঁর প্রয়াণের পর মহদিপুর স্পোর্টিং ক্লাব ও লাইব্রেরির পক্ষ থেকে গত আট বছর ধরে এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। মহদিপুর থেকে অনেক কৃতী খেলোয়াড় তৈরি হয়েছে। ভলিবল নিয়ে এখানকার মানুষের উন্মাদনা রয়েছে। তাই মানুষের দাবিতে রামচন্দ্র ঘোষকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এই টুর্নামেন্টের আয়োজন।
আটটি দল এই ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। স্থানীয় খেলোয়াড়রা তো বটেই বিহার, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকেও ভলিবল খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন। স্থানীয় ক্রীড়ামোদীদের পাশাপাশি জেলার বিভিন্ন অংশের মানুষ এই ভলিবল টুর্নামেন্ট দেখতে মহদিপুরে এসেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তা কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ।
অনুষ্ঠানের উদ্বোধক লিপিকা বর্মন ঘোষ ছাড়াও রাজ্যের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন, জেলার বিধায়কবৃন্দ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির নির্বাচিত পদাধিকারীবৃন্দ সহ স্থানীয় পুলিস আধিকারিক, চিকিৎসক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এই ভলিবল টুর্নামেন্ট উপভোগ করতে হাজির হওয়ার কথা বলে জানিয়েছেন উদ্যোক্তারা।  নিজস্ব চিত্র
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা