বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

অমৃত ভারত: রায়গঞ্জ স্টেশনকে যুক্ত করার দাবি রেলের বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: এবার রায়গঞ্জ স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পে যুক্ত করার দাবি উঠল উত্তর দিনাজপুর থেকে। শুক্রবার ডিআরএম কাটিহারের দপ্তরে এনএফ রেলের কাটিহার ডিভিশনের ৮৬ তম রেলওয়ে ইউসার্স কনসালটেটিভ কমিটির বৈঠক বসে। ওই বৈঠকেই এই প্রস্তাব রাখা হয় রেলের কাছে। পাশাপাশি যাত্রী পরিষেবায় আরও গুরুত্ব বাড়ানোর আবেদন জানানো হয়। 
গত কয়েকবছর ধরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে সাজিয়ে তোলা হচ্ছে। উত্তর দিনাজপুর জেলার তিনটি স্টেশন- কালিয়াগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ডালখোলা স্টেশন ওই প্রকল্পের আওতায় আছে। সবকটি স্টেশনেই পরিকাঠামো বৃদ্ধির কাজ শুরু হয়েছে। কিন্তু আক্ষেপ, জেলা সদর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন রায়গঞ্জকে ওই প্রকল্পের আওতায় আনা হয়নি। যা নিয়ে বিভিন্নমহলে ক্ষোভ রয়েছে।
এদিন ডিভিশনাল রেলওয়ে ইউসার্স কনসালটেটিভ কমিটির সদস্যদের তরফে রায়গঞ্জ স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনার দাবি জানানো হয়। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, এদিনের বৈঠকে আমরা রায়গঞ্জ স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার দাবি করেছি। এটা জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। সেইসঙ্গে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেটের পরিবর্তে একটি আন্ডারপাসের দাবি রাখা হয়েছে। 
রায়গঞ্জ স্টেশনে একটি রেক পয়েন্ট তৈরি করা, রাধিকাপুর থেকে বারসই হয়ে শিলিগুড়ি বা মালদহগামী ট্রেনের গতি বাড়াতে লুপ লাইনের প্রস্তাব দেওয়া হয়েছে। 
এদিনের বৈঠক শেষে সবকটি প্রস্তাবই বিবেচনার অধীন বলে জানিয়েছেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার।
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা