বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে রাঁধুনিদের প্রশিক্ষণ দমকল বিভাগের

সংবাদদাতা, পতিরাম: কয়েকদিন আগে চিঙ্গিসপুরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক কর্মীর। সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়াতে শুক্রবার সমস্ত স্কুলের রাঁধুনিদের প্রশিক্ষণ দিল প্রশাসন। স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে হঠাত্ আগুন লাগলে কীভাবে মোকাবিলা করা যাবে, কীভাবে আগুন নেভানো যাবে, হাতে-কলমে সেই পাঠ দেন দমকলের কর্মীরা। 
দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় সব স্কুলে ক্লাসরুমের পাশেই পড়ুয়াদের জন্য রান্না করা হয়। প্রশাসন সূত্রে খবর, রান্না করার সময় অগ্নিকাণ্ডের মতো ঘটনা এড়াতে প্রশাসনের তরফে নজরদারি শুরু হয়েছে। ক্লাসরুম থেকে কিছুটা দূরে রান্না করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
রাঁধুনিদের প্রশিক্ষণ শিবিরে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট অফিসার বিমলকৃষ্ণ গায়েন, ডিআই দেবাশিস সমাদ্দার, মিড-ডে মিলের ওসি অরুণ সর্দার প্রমুখ।
প্রজেক্ট অফিসার বিমলবাবু জানান, সম্প্রতি চিঙ্গিসপুরের একটি অঙ্গনওয়া঩ড়ি কেন্দ্রে একটি দুর্ঘটনা ঘটেছে। তাই আমরা তড়িঘড়ি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। প্রশিক্ষণে রাঁধুনিদের পাশাপাশি পুলিস, শিক্ষক এবং প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অরুণবাবু বলেন, জেলাজুড়ে ৫ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্কুলে রান্নার কাজ করেন। তাঁদের এবং পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিশেষ প্রশিক্ষণ। দমকলের আধিকারিকরা প্রশিক্ষণ দিচ্ছেন। যাতে আগুন লাগলে দ্রুত মোকাবিলা করা যায়। 
তমি সরকার নামে এক রাঁধুনি বলেন, আমরা প্রতিদিন স্কুলে রান্না করি। আগুনের পাশে সবসময় থাকতে হয়। চিঙ্গিসপুরের ঘটনার পর আমরা আতঙ্কে রয়েছি। আজকের এই প্রশিক্ষণে আমাদের অনেকটাই সুবিধা হবে। শুধু স্কুলে নয়, এবার বাড়িতে আগুন লাগলেও কিছুটা হলেও রক্ষা করতে পারব। নিজস্ব চিত্র
20h 20m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি কর্মের প্রসার ও উন্নতির যোগ। চিকিৎসক, উকিল, হস্তশিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। অর্থ উপার্জন ভালো...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৫৩ টাকা৮৮.২৭ টাকা
পাউন্ড১০৮.২৮ টাকা১১২.০৬ টাকা
ইউরো৮৯.২৬ টাকা৯২.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা