বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কাটমানি নেওয়ায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে থানায় বিডিও

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল ব্লক প্রশাসন। অভিযোগ হতেই পলাতক পঞ্চায়েত সদস্যের স্বামী।
বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নিরুপমা দাসের স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে। কাটমানি চাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় (সত্যতা যাচাই করেনি বর্তমান)। মঙ্গলবার সেই খবর ‘বর্তমান’ পত্রিকায় প্রকাশিত হতেই তদন্তে নামে ব্লক প্রশাসন। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন প্রশাসনের অধিকারিকরা। প্রমাণ হয় কাটমানি নেওয়ার অভিযোগ সত্যি। এরপরেই হরিশ্চন্দ্রপুর থানায় পঞ্চায়েত সদস্যের স্বামীর নামে অভিযোগ দায়ের করা হয়। পুলিস বাড়িতে হানা দিলেও অভিযুক্ত সুপেনকে খুঁজে পাননি।
হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, মঙ্গলবার এলাকায় গিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করা হয়েছে। ১০টি বাড়িতে গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেছিলাম। দু’জন উপভোক্তার কাছ থেকে ১০ হাজার টাকা করে কাটমানি নিয়েছিলেন সুপেন। বাকি উপভোক্তাদের কাছে টাকার দাবি করেছিলেন তিনি। তাঁর নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তর বউদি বলেন, রাত থেকে পলাতক সুপেন। কোথায় গিয়েছে কেউ বলতে পারছেন না । পুলিস এসেছিল। তারাও খোঁজ করছে।
(কাটমানি চাওয়ার ঘটনার খোঁজ নিচ্ছেন বিডিও। - নিজস্ব চিত্র। )
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা