বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

যানজট মোকাবিলায় ওয়ানওয়ে রুট দিয়ে টোটো চালানোর নির্দেশ পুরসভার

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা শহরে টোটোর দৌরাত্ম্য বন্ধে বুধবার বৈঠক করল পুরসভা, ট্রাফিক পুলিস ও তৃণমূল শ্রমিক সংগঠন। বৈঠকে টোটোচালকরাও অংশগ্রহণ করেন। শহরে যানজট মোকাবিলায় ওয়ানওয়ে রুট দিয়ে টোটো চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাস্তায় যত্রতত্র টোটো না দাঁড়ানোর নির্দেশও জানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে ট্রাফিক নিয়ম মেনে চালাতে হবে টোটো। নিয়ম ভঙ্গ করলে করা হবে জরিমানা। বৈঠকে ঠিক হয়েছে, এখন থেকে প্রতিদিন টোটোচালকদের সিরিয়াল নম্বর দেওয়া হবে। সেই সিরিয়াল অনুযায়ী জনবহুল এলাকায় পর পর টোটো দাঁড়াবে। সিরিয়াল নম্বর দেওয়ার কাজ করবেন চালকরাই। 
কয়েকদিন আগে ট্রাফিক পুলিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন টোটোচালকরা। তাঁদের অভিযোগ, বিনা কারণে হয়রানি করা হয়। তবে ট্রাফিক পুলিসের দাবি ছিল, যত্রতত্র টোটো দাঁড়িয়ে থাকার কারণেই শহরে যানজট বাড়ছে। এরপরই ঠিক হয় সমস্যার সমাধানে টোটোচালকদের সঙ্গে বসা হবে। এদিন শহরে যানজট নিরসনে বৈঠকের পর এই কড়া পদক্ষেপের দিকেই হাঁটল পুরসভা ও ট্রাফিক পুলিস। 
মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, কলেজ মোড় থেকে শনিমন্দির হয়ে পশ্চিমপাড়া দিয়ে বাজার এলাকা ও পোস্ট অফিস মোড় আসতে পারবে টোটো। বের হওয়ার সময়ে পোস্ট অফিস মোড় থেকে সোজা শনিমন্দির মোড় যাওয়া যাবে। একইসঙ্গে শনিমন্দির, হাসপাতাল, বাজার চৌপথি এলাকায় একটি টোটো যাওয়ার পর আরএকটি টোটো দাঁড়াতে পারবে। পুরসভা প্রতিদিন যে ট্যাক্স নেয় তা দিতে হবে। সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ নিয়ম ভাঙলে জরিমানা করা হবে। 
তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান বলেন, টোটো চলাচল নিয়ে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রেখেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, শহরে যানজট মোকাবিলা করতে সবার সহযোগিতা প্রয়োজন। টোটোচালকরা সহযোগিতা করলে সমস্যা থাকবে না। - নিজস্ব চিত্র।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা