বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিরোধী দলনেতা অজয়ের ঘরে হঠাৎ হাজির সভাধিপতি অরুণ

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাজনৈতিক সংঘাত চরমে। সুযোগ পেলেই তৃণমূল কংগ্রেস শাসিত শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরুদ্ধে সুর সপ্তমে তুলছে বিজেপি। তা সত্ত্বেও রাজনৈতিক বিরোধ ভুলে সৌজন্য দেখালেন মহকুমা পরিষদের সভাধিপতি তৃণমূলের অরুণ ঘোষ। বুধবার তিনি আচমকাই বিরোধী দলনেতা বিজেপির অজয় ওরাওঁয়ের চেম্বারে প্রবেশ করেন। উন্নয়ন নিয়ে আলোচনা করার পর দু’জনে করমর্দন করেন। এমন বিরল দৃশ্য দেখে অভিভূত পরিষদের অন্যান্য সদস্য থেকে অফিসার ও কর্মীরা। তাঁদের বক্তব্য, মহকুমা পরিষদের ইতিহাসে এমন ঘটনা আগে হয়নি। 
রাজ্যের অন্যান্য প্রান্তের মতো শিলিগুড়িতেও শাসকদল তৃণমূলের সঙ্গে বিজেপির সম্পর্ক কার্যত ‘সাপে নেউলের’। মাঝেমধ্যেই মহকুমার সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে গলা ফাটান পদ্ম শিবিরের নেতারা। পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কামান দাগেন জোড়াফুল শিবিরের নেতারা। এমন রাজনৈতিক প্রেক্ষাপটে এদিন মহকুমা পরিষদে অর্থ স্থায়ী সমিতির মিটিং শেষ হওয়ার পর নিজের চেম্বারে যান বিরোধী দলনেতা। তাঁর মাথার উপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির ছবি। 
আচমকা সেই চেম্বারে প্রবেশ করেন সভাধিপতি। গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে দু’জনে বেশকিছুক্ষণ কথা বলেন। দু’জনেই হাসিঠাট্টায় মশগুল ছিলেন। এরপর নিজের ঘরে না গিয়ে বিরোধী দলনেতার পাশে বসেই সংবাদমাধ্যমের সঙ্গে গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন সভাধিপতি। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাঁর দেখানো পথেই চলছি। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থে বিরোধী দলনেতার চেম্বারে এসেছি। 
চেম্বার ছাড়ার সময় বিরোধী দলনেতার সঙ্গে করমর্দন করেন সভাধিপতি। তিনি গ্রামীণ এলাকার উন্নয়ন নিয়ে কিছু প্রস্তাব থাকলে তা জমা দেওয়ার পরামর্শ দেন বিরোধী দলনেতাকে। সভাধিপতির এমন ভূমিকার প্রশংসা করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, আমার চেম্বারে সভাধিপতি আসবেন, ভাবতেও পারিনি। তাঁর এমন সৌজন্য সাক্ষাৎ ভালো লাগছে। এদিন অর্থ স্থায়ী সমিতির মিটিংয়ে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও প্রশংসনীয়। তবে মহকুমা পরিষদের টেন্ডার কমিটিতে আমাকে রাখা হয়নি। গ্রামীণ এলাকার উন্নয়ন সংক্রান্ত তথ্য চেয়েও মিলছে না। এ বিষয়গুলিতে সভাধিপতি তৎপর হলে আরও ভালো লাগবে। তা না হলে উন্নয়ন সংক্রান্ত প্রশ্ন নিয়ে তথ্য জানার অধিকারে চিঠি দেব পরিষদে। 
এদিনের অর্থ স্থায়ী সমিতির বৈঠকে আগামী ২০২৫-’২৬ অর্থবর্ষের খসড়া উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, এবার স্বচ্ছভারত মিশন প্রকল্প থেকে মিলবে ৩ কোটি ২৪ লক্ষ ৬৬ হাজার টাকা। পাশাপাশি  নিজস্ব তহবিল থেকে ২ কোটি ১১ লক্ষ টাকা। সংশ্লিষ্ট অর্থে ২২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ২৪টি প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
- নিজস্ব চিত্র।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা