বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

দলবদলের পর তৃণমূল কার্যালয় থেকে মিছিল করে দপ্তরে প্রধান, উপ প্রধান

সংবাদদাতা, মাথাভাঙা: তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর মাথাভাঙা-২ ব্লকের লতাপোঁতা গ্রাম পঞ্চায়েত অফিসে বুধবার প্রথম এলেন প্রধান মালা অধিকারী ও উপ প্রধান উমাশঙ্কর বর্মন। কুশিয়ারবাড়ি বাজারে তৃণমূলের পার্টি অফিস থেকে মিছিল করে সবুজ আবির গায়ে মেখে পঞ্চায়েত অফিসে পা দেন প্রধান ও উপ প্রধান। তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন, কোচবিহার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি উমাকান্ত বর্মন প্রমূখ। 
তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপিতে থেকে এলাকার উন্নয়নে কোনও কাজই করতে পারছিল না প্রধান ও উপ প্রধান। তাই তাঁরা তৃণমূলে যোগদান করেন। প্রধান জানিয়েছেন, তৃণমূলে যোগদান করার পর ব্যক্তিগত কারণে কয়েক দিন অফিসে আসতে পারেননি। এদিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসের কাজে যোগদান করলেন। 
প্রসঙ্গত, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুশীল বর্মনের বাড়ি লতাপোঁতা গ্রাম পঞ্চায়েতেই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে মাথাভাঙা-২ ব্লক বিজেপির শক্তঘাঁটি হয়ে ওঠে। পরবর্তী বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত ভোট ও গত লোকসভা নির্বাচনেও মাথাভাঙা বিধানসভা এলাকায় ভালো ফলাফল করেছে বিজেপি। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে এই বিধানসভা লিড দিলেও হেরে যান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তারপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে পদ্মশিবির। একের পর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ বিজেপির বুথ, মণ্ডল ও জেলাস্তরের নেতারা দলবদল করে তৃণমূলে যোগদান করছেন। 
সুশীল বর্মনের নিজের গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান কয়েকদিন আগে দলবদল করে তৃণমূলে যোগদান করেন। কোচবিহারে দলের জেলা পার্টি অফিসে তাঁদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দিয়েছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দলবদলের পর থেকে অফিসে আসেননি প্রধান ও উপপ্রধান। এদিন প্রথমে তৃণমূলের পার্টি অফিস, তারপর মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন মালা অধিকারী ও উমাশঙ্কর বর্মন। বাজনা বাজিয়ে সবুজ আবির মেখে মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল কর্মীরাও। 
এ ব্যাপারে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, লতাপোঁতা পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান আগের দলে থেকে উপলব্ধি করেছেন উন্নয়ন করতে গেলে বিজেপিকে দিয়ে হবে না। কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে যে বঞ্চনা করছে সেটাও তাঁরা বুঝেছেন। তাই তাঁরা আমাদের দলে যোগদান করেছেন। এদিন তাঁরা পঞ্চায়েত অফিসে আসেন। এখন থেকে দলীয় নির্দেশিকা মেনে এলাকার উন্নয়নে কাজ করবেন প্রধান ও উপ প্রধান। প্রধান বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন করতে তৃণমূলে যোগদান করেছি। তৃণমূলে যোগদান করার পর থেকে ব্যক্তিগত কারণে অফিসে আসতে পারিনি। এদিন দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে অফিসে কাজে যোগদান করলাম। 
এ ব্যাপারে বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, দলবদলের জন্য তৃণমূল কী করেছে সেটা সকলেই জানেন। মানুষ সময় হলে এসবের জবাব দেবেন। - নিজস্ব চিত্র।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা