বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

নাবালিকাকে ধর্ষণে ১০ বছরের জেল যুবকের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছর জেলের নির্দেশ দিল আদালত। বুধবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক ওই সাজা ঘোষণা করেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজগঞ্জ থানায় মামলা দায়ের হয়। বছর ষোলোর এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য সে ভয় দেখায়। কিন্তু মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপরই মেয়েটির পরিবার রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। 
মামলার সরকার পক্ষের আইনজীবী দেবাশিস দত্ত বলেন, নাবালিকাকে ধর্ষণের পর বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত যুবক। কিন্তু যখন মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তখন বিষয়টি অস্বীকার করে সে। মামলায় মোট ৯ জন সাক্ষ্য দেন। আদালত এদিন অভিযুক্তকে দশ বছর জেল সঙ্গে দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। অনাদায়ে আরও একমাসের জেল। নির্যাতিতার ভরণপোষণের জন্য আদালত ৫ লক্ষ টাকা দিতে বলেছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে।
পুলিস সূত্রে খবর, নাবালিকার বাড়ির পাশেই অভিযুক্ত যুবকের এক আত্মীয়ের বাড়ি। সেই সূত্রে সেখানে যাতায়াত ছিল ওই যুবকের। নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার কথা কাউকে যাতে সে না বলে, সেজন্য নাবালিকাকে শাসিয়ে রেখেছিল ওই যুবক। এমনকী তাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল সে। কিন্তু নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরই তার বাড়ির লোকের নজরে পড়ে বিষয়টি। তখন পরিবারের কাছে গোটা ঘটনাটি খুলে বলে ওই নাবালিকা।
জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, পুলিস সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়ায় দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন হল।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা