বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে পাঠদান ফার্স্ট স্টেপ পাবলিক স্কুলে

গোপাল সূত্রধর, পতিরাম: বিষয়ভিত্তিক প্রথাগত শিক্ষার খানিকটা বাইরে বেরিয়ে এসে বাস্তব ক্রিয়াকলাপের মাধ্যমে শিশুদের শিক্ষাদান করছে বালুরঘাটের ফার্স্ট স্টেপ পাবলিক স্কুল (প্লে অ্যান্ড প্রাইমারি স্কুল)। খেলাধুলো ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আধুনিক ও উন্নতমানের শিক্ষাদান করছে এই স্কুল। শিশুদের মনোযোগ বাড়াতে অডিও ভিজুয়াল ক্লাসের মাধ্যমেও পাঠদান দিচ্ছেন এই স্কুলের শিক্ষিকারা। বালুরঘাট শহরের মিলন সঙ্ঘ ক্লাবের কাছে এই স্কুল বর্তমানে শিশুদের সেকেন্ড হোমে পরিণত হয়েছে। আধুনিক পড়াশোনা তো বটেই, নৈতিক শিক্ষাদানের ক্ষেত্রেও এই স্কুল অগ্রণী ভূমিকা নিয়েছে। 
কী নেই এই স্কুলে? খেলার মাঠ থেকে খেলার সরঞ্জাম, স্মার্ট ক্লাস- নানা পরিকাঠামো রয়েছে। শিশুদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যেই সমাজ গড়ার কাজ করছে বালুরঘাটের এই স্কুল। 
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে আড়াই বছর থেকে ১০ বছর বয়সী শিশুরা পঠনপাঠন করতে পারে। প্লে গ্রুপ, নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুরা পঠনপাঠন করছে এখানে। আইসিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী এই স্কুলে পঠনপাঠন চলে। নানা সুযোগ সুবিধা পায় এই স্কুলের ছাত্ররা।
শিশুদের জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, নানা ধরনের বইয়ের সম্ভার নিয়ে লাইব্রেরি। অডিও ভিডিও ক্লাসে শিক্ষামূলক সিনেমা ও ভিডিওর মাধ্যমে চলে পড়াশোনা। নিরাপত্তার জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা, শিক্ষিকা ও শিক্ষাকর্মীও রয়েছেন। সারাবছরই চলে নানা ধরনের সৃজনশীল কর্মসূচি। শিশুদের হাতের শিক্ষা, ভারতীয় মশলা ও খাদ্যাভাসের উপরে নানা শিক্ষাদান করা হয়। ছোট্ট শিশুদের মধ্যে গুড টাচ, ব্যাড টাচের উপরে চলে নানারকম শিক্ষামূলক কর্মসূচি। কবিতাপাঠ, নাচ-গান যোগ-ব্যায়াম শেখানো হয় খুদেদের। শিশুদের যাতায়াতের জন্য পুলকারের ব্যবস্থা রয়েছে। স্কুলের পরিচালন কমিটির অন্যতম সদস্য কিসুন মাহাত বলেন, শিশুদের পাঠদানে উন্নতমানের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। আরও করা হচ্ছে। 
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেবান্বিতা সাহা বলেন, শিশুদের গল্প ও ক্রিয়াকলাপের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে শিশুদের নানাভাবে পাঠদান দেওয়া হচ্ছে। এই স্কুলে শিশুদের পাঠিয়ে নিশ্চিন্ত অভিভাবকরাও। অভিভাবকদের মধ্যে ঝুনঝুন দাস ও স্নিগ্ধা গুহ বলেন, স্কুলের পাঠদানের প্রক্রিয়া খুব ভালো। এই স্কুলকে সেকেন্ড হোম বলেই মনে করে শিশুরা। নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। - নিজস্ব চিত্র
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা