বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

ডালখোলা স্পোর্টস লাভার্সের ডিপিএলে সেরা গোল্ডেন ক্লাব

কাজল মণ্ডল, ইসলামপুর: টানা পাঁচ বছর ডালখোলা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট আয়োজন করে খেলাধুলোয় উৎসাহ বাড়িয়ে চলেছে ডালখোলা স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। একমাস চলার পর সাধারণতন্ত্র দিবসে লিগের সমাপ্তি হয়েছে। লিগকে কেন্দ্র করে ব্যাপক উত্সাহ দেখে এবার ড্রোন সহ অন্য ক্যামেরার মাধ্যমে লাইভ দেখানো হয়েছে। জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রিপ্লের ব্যবস্থাও ছিল। 
অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দে (টিটুন) জানান, ২৫ ডিসেম্বর লিগের উদ্বোধন হয়েছিল। ৮ টি দল লিগে অংশ নেয়। ডালখোলা হাইস্কুল মাঠে লিগের সমস্ত খেলা হয়েছে। ফাইনাল হয় গোল্ডেন ক্লাব ও মিলনী সংঘের মধ্যে। গোল্ডেন ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২০ রান করে। জবাবে মিলনী ১৭.৫ ওভারে ১২৯ রানে অল আউট হয়। ২২ বলে  ৫৫ রান এবং দু’ওভারে ১৩ রান দিয়ে দু’টি উইকেট নিয়ে ম্যাচের সেরা আখতার আলম। টুর্নামেন্টের সেরা মিলনী সংঘের  শুভম ভগত। 
টুর্নামেন্টের উদ্বোধন ও ফাইনালে উপস্থিত থেকে খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ দিয়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার, কাউন্সিলার রাকেশ সরকার সহ অন্যান্য কাউন্সিলার ও বিশিষ্টরা। জয়ী দলের হাতে ৫১ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন গৌতমবাবু। রানার্স দলকে ৩১ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দিয়েছেন থানার ওসি সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংস্থার সম্পাদক মুসফিক আলম ও কোষাধ্যক্ষ প্রশান্ত সরকার বলেন, খেলাধুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি করা ও মান উন্নয়নের লক্ষ্যে কয়েক বছর আমরা ডালখোলা প্রিমিয়ার লিগ করছি। এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা