উত্তরবঙ্গ

নতুন বছরে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নতুনের কাঁধে 

সংবাদদাতা, বাগডোগরা: নতুন ভবনের পর এবার নতুন প্রধান পেতে চলেছে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত! নতুন বছরেই এই পদে নতুন মুখকে দায়িত্ব দেওয়া হবে! বুধবার গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন উদ্বোধনে এসে এই কথা জানালেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। যদিও, রাজনৈতিক মহল বলছে, সম্প্রতি লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত প্রধান বীথি দাস তালুকদারের স্বামী তনয় তালুকদারের বিরুদ্ধে এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে বাগডোগরা শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার জেরেই এখন বীথিকে সরিয়ে নতুন প্রধান বসানোর তোড়জোড় চলছে তৃণমূলে। যদিও এদিন নেতারা এই যুক্তি মানতে চাননি। 
এ বিষয়ে তৃণমূলের দার্জিলিং জেলা সমতল সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, কে প্রধান হবেন তা আমরা দেখছি না। সম্পূর্ণটাই পঞ্চায়েত কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরাই নির্ধারণ করবে।  
বুধবার উদ্বোধন হয় লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন অফিসের। এতদিন বাগডোগরা বিহার মোড়ের পঞ্চায়েত অফিসটি নানা সমস্যার মধ্যে দিয়ে চলছিল। গত বছর রাজ্য সরকারের পঞ্চম অর্থকমিশনের আর্থিক অনুকূল্যে ও পঞ্চায়েতের নিজস্ব টাকা মিলিয়ে ৩০ লক্ষ টাকা খরচ করে নতুন পঞ্চায়েত ভবন তৈরি হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে ভবনের উদ্বোধন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তিনি এদিন আসতে পারেননি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জেলাশাসক প্রীতি গোয়েলের উপস্থিতিতে নতুন পঞ্চায়েত ভবনের উদ্বোধন হয়। মেয়র বলেন, এই নতুন ভবন তৈরি করা খুবই জরুরি ছিল। আগের পঞ্চায়েত কার্যালয় ভগ্নপ্রায় অবস্থা হয়েছিল। 
২০২২ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে জয়ের পর লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব নেন বীথি দাস তালুকদার। তবে একবছর পর তিনি সরকারি চাকরিতে যোগদান করায় অন্য জেলায়  চলে যান। এরপর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে কাজ চালাচ্ছন। শোনা গিয়েছে, প্রধান পদ থেকে আগেই ইস্তফাপত্র দিয়েছিলেন। কিন্তু তা সত্বেও প্রধানের আসনে এতদিন কাউকে বসানো হয়নি। এখন তাঁর স্বামী তনয় তালুকদারের নাম বিতর্কে জড়িয়ে যাওয়ায় বীথির বদলে নতুন কাউকে প্রধানের পদে আনতে চাইছে বলে দলের একাংশে চর্চা চলছে। এদিন আনন্দ ঘোষ বলেন, নতুন ভবনের পর নতুন বছরে এই গ্রাম পঞ্চায়েত নতুন প্রধান পাবে। যদিও বীথি কাজের সূত্রে জেলার বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
এদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে যাওয়ার রাস্তাটি তৈরি করা হবে বলে ডিএমে জানান। 
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা