উত্তরবঙ্গ

দুধিয়ার রাস্তা-পিকনিক স্পটে দাপাল গজরাজ, গাড়ি ঘুরিয়ে প্রাণরক্ষা

সংবাদদাতা, নকশালবাড়ি: ভরা পিকনিকের মরশুমে বৃহস্পতিবার দিনের আলোয় পানিঘাটার দুধিয়াতে দাপিয়ে বেড়াল একটি দাঁতাল হাতি। প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় বুনোটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা। 
এদিন কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত পানিঘাটা রেঞ্জের অধীন লোহাগড় বনাঞ্চল থেকে দলছুট একটি দাঁতাল পাহাড়ের ঢালে থাকা চা বাগান ডিঙিয়ে দুধিয়ায় ঢুকে পড়ে। এতেই আতঙ্ক জাঁকিয়ে বসে স্থানীয় ও পিকনিক করতে আসাদের মধ্যে। যদিও সকলের নিরাপত্তা দিতে বনকর্মীরা কোনও খামতি রাখেননি। পানিঘাটার রেঞ্জার সমীরণ রাজ রেঞ্জের কর্মী ও র‍্যাপিড অ্যাকশন টিমকে নিয়ে অভিযানে নামেন। পরে বামোনপোখরি রেঞ্জ ও পানিঘাটা ফাঁড়ির পুলিস অভিযানে অংশ নেয়। 
এদিকে বুনো হাতিটি পিকনিক স্পট পেরিয়ে পানিঘাটা-শিলিগুড়িগামী রাজ্য সড়কে উঠে পড়ে। উদ্‌ভ্রান্তের মতো এদিকওদিক ছুটতে থাকে দাঁতাল হাতিটি। দুধিয়া মোড় হয়ে আসা পর্যটক বোঝাই গাড়ির চালকরা আমচকা রাস্তায় বিশালদেহী হাতি দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। কোনওক্রমে তাঁরা গাড়ি ঘুরিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। এদিকে, যাঁরা রাস্তায় এবং পিকনিক স্পটে ছিলেন তাঁদের কেউ কেউ আশেপাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। উৎসাহী অনেকেই হাতি দেখে মোবাইল ক্যামরায় ছবি বন্দি করতে শুরু করেন। ফলে হাতিটিকে জঙ্গলে ফেরাতে অনেকটাই বেগ পেতে হয় বনকর্মীদের। 
রেঞ্জার বলেন, সকালে সাড়ে ৭টা নাগাদ হাতিটি লোহাগড় বনাঞ্চল থেকে বেরিয়ে পুটুং চা বাগানে ঘোরাফেরা করছিল। পরে সেখান থেকে ১১টা নাগাদ দুধিয়ায় চলে আসে। খবর পেয়ে আমাদের টিম দুধিয়ায় যায়। যদিও পিকনিকের মরশুম বলে আগাম পুলিসকে বলে স্পটটি খালি করতে বলেছিলাম। পরে হাতিটি দুধিয়ার পানিঘাটার বালাসন সেতু দিয়ে লংভিউ চা বাগানে ঢুকে যায়। আমরা বেলা দেড়টা নাগাদ সেখান থেকে বামনপোখরি বনাঞ্চলে হাতিটিকে ঢুকিয়ে দিয়েছি। আপাতত ওই এলাকায় বনকর্মীদের টহল দিতে বলেছি। এদিনের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।  নিজস্ব চিত্র।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা