উত্তরবঙ্গ

মুজাফ্‌ফরের টোটোয় চাপলে বাড়তি পাওনা মহম্মদ রফির গান

সৈয়দ নিজাম, নাগরাকাটা: মহম্মদ রফির গলায় গান গেয়ে যাত্রীদের মনোরঞ্জন দেন মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চুইয়া বস্তির বাসিন্দা টোটোচালক মুজাফ্‌ফর মহম্মদ। ছোট থেকেই তিনি ভারত বিখ্যাত গায়কের ফ্যান ছিলেন। তাঁর গান এতটাই তিনি পছন্দ করতেন যে, মহম্মদ রফির গানের বই কিনে এনে তালিম নিতেন। একসময় বিখ্যাত এই গায়কের গান গেয়ে সংসার চালাতেন ৫৫ বছর বয়সি এই টোটোচালক। নেশার পাশাপাশি একপ্রকার গানই পেশা হয়ে গিয়েছিল তাঁর। বর্তমানে তিনি এখন টোটো চালান। টোটো চালালেও গানের নেশা থেকে সরে আসেননি। উল্টো টোটোর মধ্যে মাইক লাগিয়ে টোটো চালাতে চালাতে মহম্মদ রফির হিটগানগুলি গেয়ে যাত্রীদের মনোরঞ্জন দেন। 
তাঁর প্রকৃত নাম মুজাফ্‌ফর মহম্মদ হলেও এই নামে তাঁকে কেউই চেনেন না। ‘মহম্মদ রফি’ নামে তাঁকে চেনেন সকলে। মুজাফ্‌ফর মহম্মদ জানিয়েছেন, তাঁর  পরিবারে ছ’জন। অন্যের টোটো ভাড়া নিয়ে টোটো চালিয়ে সংসার চালান। তিনি বলেন, একসময় ক্রান্তি ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের পুরনো চেংমারিতে থাকতাম। পরে যোগেশচন্দ্র চা বাগানে আশ্রয় নিই। ২০০১ সালে ঘিস  নদীর পাশে চলে আসি। মহম্মদ রফির গান অনেকদিন থেকেই গাই। আগে গান গেয়ে সংসার চালাতাম। কিন্তু তা দিয়ে আর চলছিল না। তাই টোটো ভাড়া নিয়ে টোটো চালাই। যাত্রীদের গান শুনিয়ে আনন্দ পাই আমি।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা