উত্তরবঙ্গ

উন্নয়নের টাকা খরচে পিছিয়ে ২৭টি পঞ্চায়েত, বৈঠকে তুলোধনা ডিএমের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলায় উন্নয়নের টাকা খরচে ৮২টির মধ্যে পিছিয়ে ২৭টি গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার বৈঠকে ওই পঞ্চায়েতগুলিকে কার্যত তুলোধনা করলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। জেলা পরিষদের অডিটোরিয়ামে প্রতিটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও, এসডিও সহ সর্বস্তরের আধিকারিকদের নিয়ে এদিন বৈঠক করেন ডিএম। সেখানেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে যেসব পঞ্চায়েত পিছিয়ে, তাদের রীতিমতো ধমক দেন জেলাশাসক। বছর শেষ হতে চললেও কেন এখনও ওইসব পঞ্চায়েত কাজের টেন্ডার বা ওয়ার্ক অর্ডার ইস্যু করতে পারেনি, তা নিয়ে প্রশ্ন তুলে প্রধান, উপপ্রধানদের কাছে কৈফিয়ত তলব করেন তিনি। চলতি মাসের মধ্যেই সমস্ত বকেয়া টেন্ডার এবং ওয়ার্ক অর্ডারের কাজ শেষ করতে হবে বলে জানিয়ে দেন। বলেন, পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখতে জেলা প্রশাসনের তরফে বিশেষ টিম গঠন করা হচ্ছে। জানুয়ারির শুরু থেকেই তারা সরেজমিনে পরিদর্শন শুরু করবে। 
যেসব পঞ্চায়েত টাকা ফেলে রেখেছে, তারা যদি ৩১ ডিসেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করতে না পারে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পঞ্চায়েতের কাছ থেকে টাকা নিয়ে যে পঞ্চায়েত ভালো কাজ করছে তাদের দিয়ে দেওয়া হবে বলে সতর্ক করেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রৌণক আগরওয়াল। 
পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে জরুরি রিভিউ মিটিং ডাকা সত্ত্বেও এদিন বিনা নোটিসে জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি আধিকারিকদেরও অনেকে গরহাজির ছিলেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে জেলাশাসক বলেন, জেলায় মিটিং ডাকার পরও মেডিক্যাল কারণ ছাড়া আধিকারিকদের কেউ যদি ছুটিতে চলে যান, তাঁদের যেন শোকজ করা হয়। দায়িত্ব এড়িয়ে যাওয়া মোটেই বরদাস্ত করা হবে না। পঞ্চায়েতের নির্মাণ সহায়করা সাফাই দেন, অসুস্থ থাকায় অনেক প্রধান এদিনের বৈঠকে আসতে পারেননি। যা শুনে খানিকটা ক্ষোভের সঙ্গে অতিরিক্ত জেলাশাসক বলেন, মিটিংয়ের দিন এতজন প্রধান অসুস্থ! এবার তো দেখছি, বিডিও অফিসে মেডিক্যাল ক্যাম্প খুলতে হবে। কয়েকটি পঞ্চায়েত বেসরকারি সংস্থাকে দিয়ে কাজের এস্টিমেট করে জমা দিচ্ছে। কেন তা হবে তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন জেলাশাসক। তিনি বলেন, আমার কাছে সব খবর আছে। এসব করবেন না। 
গত জুলাই মাস থেকে বলার পরও শাসক দল তৃণমূলের পরিচালনাধীন কিছু পঞ্চায়েত এখনও পর্যন্ত টেন্ডার তো দূরের কথা, কী কাজ করবে, সেটাই জানাতে পারেনি। এমনটা জানতে পেরে বৈঠকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, এর থেকে বোঝা যায়, প্রধানের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগের অভাব ঘটছে। উন্নয়নের টাকা যদি ফেরত যায়, সংশ্লিষ্ট প্রধানকেই তার দায় নিতে হবে।  নিজস্ব চিত্র।
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা