উত্তরবঙ্গ

যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর, নয়া রূপে রকেট বাস রায়গঞ্জে

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: যাত্রী টানতে নতুন রূপে রাস্তায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ-কলকাতা রুটের রকেট বাস  সার্ভিস। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রায়গঞ্জ ডিপো থেকে দু’টি নতুন বাসের যাত্রার সূচনা হয়। আরামদায়ক পুশব্যাক সিট, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা সহ ঝাঁ চকচকে বাসদুটিতে যাত্রী স্বাচ্ছন্দ্যই প্রাধান্য পেয়েছে। যা বেসরকারি রুটের অত্যাধুনিক সজ্জিত বাসগুলির সঙ্গে পরিষেবায় অনায়াসে পাল্লা দেবে। রায়গঞ্জ ডিপো সূত্রে খবর, কলকাতাগামী পুরনো রকেট সার্ভিসের বাসে ৪১ টি আসন থাকায় দীর্ঘ সময়ের যাত্রাপথে বসার জায়গা অপ্রতুল ছিল। নতুন বাসে ৩৬টি আসন করা হয়েছে। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল সবুজ পতাকা দেখিয়ে দু’টি বাসের যাত্রার সূচনা করেন। ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিভিশনের ম্যানেজার সুমিত ভৌমিক, ডিপো ইনচার্জ সহ অন্য কর্মী, আধিকারিকরা। এসবিএসটিসি সূত্রে খবর, গত আগস্ট মাস থেকে রায়গঞ্জ-কলকাতা রুটে রকেট সার্ভিসের সন্ধ্যা সাড়ে সাতটার সময়সূচী পরিবর্তন হয়। নতুন  সূচি অনুযায়ী, রায়গঞ্জ থেকে কলকাতাগামী রকেট বাস ছাড়ে রাত সাড়ে আটটা নাগাদ। এবার রকেট সার্ভিসের পুরোনো বাসও বদলে দেওয়া হল।  সুমিত ভৌমিক বলেন, দিন কয়েক আগে কলকাতা থেকে ভায়া কোচবিহার হয়ে ৩৬ আসন বিশিষ্ট নতুন দু’টি বাস আমরা পেয়েছি। সেগুলি আগেই সংস্থার চেয়ারম্যান উদ্বোধন করেছেন। এদিন যাত্রার সূচনা করা হল। এদিকে রকেট সার্ভিসের দুটি পুরনো বাসের একটি বালুরঘাট ডিপোকে দেওয়া হবে। একটি থাকবে রায়গঞ্জে। রকেট সার্ভিসের সময় পরিবর্তনের পর একসময় যাত্রী সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। ৩০ থেকে ৪০ শতাংশ  কম  টিকিট বিক্রি  হচ্ছিল। এরপরই যাত্রী স্বাচ্ছন্দ্যের পরিকল্পনা নেওয়া হয়। এদিকে  কলকাতাগামী রকেট সার্ভিসের উন্নতি নিয়ে আশাপ্রকাশের পাশাপাশি শীঘ্রই রায়গঞ্জ ডিপো সংস্কার করা হবে বলে জানান গৌতম পাল।  নতুন বাসের যাত্রার সূচনা। রায়গঞ্জ ডিপোতে তোলা নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা