উত্তরবঙ্গ

দোকান বন্ধ রেখে অবরোধে নামলেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা

সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশায় বেহাল রাজ্য সড়ক সংস্কার হয়নি। সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ফের অবরোধ করলেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিন সকাল ১০টা থেকে বারোবিশার তিনবাত্তি মোড়ে কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। তিনবাত্তি মোড়ের সব দোকানপাট বন্ধ করে এদিন অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা। 
উল্লেখ্য, এর গত ১৭ ডিসেম্বর সড়ক সংস্কারের দাবিতে অবরোধ করেছিলেন ব্যবসায়ীরা। প্রশাসনের কর্তাদের আশ্বাসে ওই দিন অবরোধ তুলে নেওয়া হয়েছিল। কথা ছিল রাস্তা সংস্কারের বিষয়ে ব্লক প্রশাসন পূর্তদপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হবে। এছাড়াও রাস্তায় দু’বেলা জল দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। ফলে এদিন ফের সড়ক অবরোধ করেন তাঁরা। 
ব্যবসায়ী রাকেশ পাল বলেন, রাজ্য সড়কের বেহাল দশা হয়ে রয়েছে। সাধারণ মানুষ চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। রাস্তার ধুলোর জন্যও দোকানে থাকা যাচ্ছে না। প্রশাসনের প্রতিশ্রুতি সত্ত্বেও কাজ না হওয়ায় আমরা ফের অবরোধ করেছি। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারোবিশা ফাঁড়ির পুলিস। 
এদিকে, অবরোধে আটকে পড়েন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সড়ক সংস্কারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। 
সকাল ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত অবরোধ চলে। সাংসদ বলেন, আমি নিজে এই ব্লকেরই ছেলে। রাজ্য সড়ক ধরে আমি নিজেও আসা-যাওয়া করি। পূর্তদপ্তর এর আগেও রাস্তাটি তৈরি করেছে। ফের রাস্তাটি নতুন করে করা হবে। আমি পূর্তদপ্তরের সঙ্গে কথা বলব, যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। 
এদিকে, অবরোধ উঠে যাওয়ার পর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কুমারগ্রামের বিডিও গৌতম বর্মন, জয়েন্ট বিডিও সুভাষচন্দ্র মণ্ডল, অপর জয়েন্ট বিডিও সৌম্যব্রত সরকার প্রমুখ আধিকারিকরা। বিডিও গৌতম বর্মন বলেন, সড়ক সংস্কারের দাবির বিষয়টি পূর্তদপ্তরকে জানানো আছে। পূর্তদপ্তরের সঙ্গে ফের কথা বলব। এছাড়াও রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ীদের আন্দোলনের ফলে এদিন বিকেলে রাস্তায় জল দেওয়া হয়েছে। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা