উত্তরবঙ্গ

৩১ ডিসেম্বর নতুন রূপে উদ্বোধন হবে বামনগোলার টাইগার হিল ইকোপার্কের

সংবাদদাতা, হবিবপুর: ৩১ ডিসেম্বর নতুন রূপে আত্মপ্রকাশ করছে বামনগোলার টাইগার হিল ইকোপার্ক। প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার হওয়া পার্ক আগের তুলনায় অনেক বেশি দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে দাবি কর্তৃপক্ষের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বামনগোলা ব্লকের জগদলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাবর গ্রামে টাইগার হিল ইকোপার্কের মনোরম পরিবেশ বরাবরই মন ছুঁয়ে যায় পর্যটকদের। পৌষ ও মাঘ মাসে সেখানে বনভোজন করতে দেখা যায় পর্যটকদের। 
পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, প্রায় ১৬ বিঘা জায়গা সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে টাইগার হিলকে। শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন জীবজন্তুর মূর্তি দিয়ে সাজানো হয়েছে পার্ক চত্বর। তাছাড়া দোলনা, জাম্পিং ফ্লোরসহ বিভিন্ন খেলার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। পরিশ্রুত পানীয় জল, শৌচাগার সহ অন্যান্য ব্যবস্থার দিকেও নজর দেওয়া হয়েছে। টাইগার হিলে থাকা জলাশয়টির সংস্কার করা হয়েছে। পার্কে প্রবেশ মূল্য হবে ১০ টাকা। বনভোজন করতে আসা বিভিন্ন দলকে নির্দিষ্ট সামান্য টাকার বিনিময়ে সবরকম পরিষেবা দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেন রাজার আমল থেকেই এখানে বহু পুরনো জলাশয় রয়েছে। খরার সময়েও জলাশয়ের জল শুকোয় না। বিশেষ এই জলাশয় দেখতে বহু পর্যটকেরা ভিড় করেন সেখানে। সঙ্গে বনভোজনেও মেতে ওঠেন তাঁরা। তবে বর্তমানে পর্যটকদের কাছে টাইগার হিল নামে এলাকাটি পরিচিতি পেয়েছে। 
পঞ্চায়েত প্রধান তুলসী মণ্ডল বলেন, ২০১৭ সালে পঞ্চায়েত থেকে কিছু গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন হয়েছিল। দিনের পর দিন পর্যটকদের ভিড় বাড়তে থাকায় গুরুত্ব বাড়ে এলাকার। পার্কটিকে দ্রুত সংস্কারের দাবি করেছিলেন বাসিন্দারা। সাজিয়ে তোলার পাশাপাশি নিরাপত্তাকর্মী নিযুক্ত করা হয়েছে।  নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা