উত্তরবঙ্গ

মালদহের ৫৮৪ টি স্কুলে পয়লা জানুয়ারি থেকে ছাত্রসপ্তাহ

নিজস্ব প্রতিনিধি, মালদহ: কখনও সংসারে অনটন। কখনও আবার সচেতনতার অভাব। এই দুয়ের ফলে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে মালদহের ৫৮৪ টি স্কুলে পালিত হতে চলেছে ‘ছাত্রসপ্তাহ’ কর্মসূচি। ১ জানুয়ারি থেকে শুরু হবে এই সচেতনতামূলক কর্মসূচি। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। র‍্যালি, পথনাটিকা, বইমেলা সহ নানা  অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে ছাত্রসপ্তাহ। 
মালদহের বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এই কর্মসূচি। বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে র‍্যালি করে অনুষ্ঠান শুরু হবে। স্কুলে স্কুলে বইমেলা, ফুড ফেস্টিভ্যাল, পথনাটিকা সহ নানা অনুষ্ঠান করা হবে।  সমগ্র শিক্ষা মিশনের অধীনে ‘ছাত্রসপ্তাহ’ আয়োজিত হলেও মালদহে বিদ্যালয় পরিদর্শক অফিসের নিজস্ব উদ্যোগেও বেশকিছু কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে পড়ুয়াদের নিয়ে পথনাটিকা। যেখানে বাল্যবিবাহ, তামাক বর্জন, মাদক বর্জন, ডেঙ্গু মোকাবিলা সম্পর্কে সচেতন করা হবে।  থাকবে কেরিয়ার কাউন্সেলিং। এছাড়াও থাকবে সায়েন্স এগজিবিশন, টিচিং লার্নিং মেটেরিয়াল এগজিবিশন। ছাত্রছাত্রীদের জন্য থাকবে স্বাস্থ্যশিবিরও। বিদ্যালয় পরিদর্শক বলেন, ‘মিট দ্য আইকন’ নামে আরেকটি অনুষ্ঠান হবে। যেখানে মালদহ বা রাজ্যের কোনও কৃতী ছাত্রছাত্রীর সঙ্গে পড়ুয়াদের সরাসরি কথোপকথনের ব্যবস্থা করা হবে। এতে পড়ুয়ারা উৎসাহ পাবে। এজন্য মালদহের বেশকিছু স্কুলকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে বার্লো গার্লস হাইস্কুল, চিন্তামনি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয়, ললিতমোহন শ্যাম মোহিনী হাইস্কুল, অক্রুরমণি করোনেশন ইন্সটিটিউশন, জিবিএস মাদ্রাসা, মালদহ টাউন হাইস্কুল। ইতিমধ্যে মালদহের সামসিতে সামসি এগ্রি উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় পরিদর্শকের যৌথ উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়েছে। ৭ জানুয়ারি থেকে বইমেলা শুরু হবে। বইমেলার পাশাপাশি মালদহের বেশকিছু স্কুলে ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে। যেখানে চিরাচরিত স্থানীয় খাবারের পাশাপাশি থাকবে দেশের বিভিন্ন প্রদেশের খাবার।  ছাত্রসপ্তাহ নিয়ে বৈঠক।-নিজস্ব চিত্র
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা