উত্তরবঙ্গ

বালুরঘাটে শুরু বাংলার নাট্যপার্বণ

সংবাদদাতা, পতিরাম: জেলা প্রশাসনের আয়োজনে নাটকের শহর বালুরঘাটে শুরু হল বাংলার নাট্যপার্বণ। অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত নাট্য উৎকর্ষ কেন্দ্রে ওই নাট্যপার্বণের আয়োজন করা হয়েছে। নাট্য উৎকর্ষ কেন্দ্রের ব্ল্যাকবক্স, রঙ্গমঞ্চ এবং মুক্তমঞ্চে নাটকগুলি চলবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই নাট্যপার্বণ চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এবারের নাট্যপার্বণে জেলার ২০ টি নাট্যদল অংশ নিয়েছে। 
জেলার নাট্যদলগুলিকে উৎসাহ দিতেই এই নাট্যপার্বণের আয়োজন করেছে প্রশাসন। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, এই অনুষ্ঠান এবার তৃতীয় বর্ষে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘বাংলার নাট্যপার্বণ’। 
বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রে বাংলার নাট্যপার্বণের উদ্বোধনী অনুষ্ঠান হল জাঁকজমকভাবে। অনুষ্ঠানে একঝাঁক শিল্পী ও বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। জেলাশাসক ছাড়াও ছিলেন পুলিস সুপার চিন্ময় মিত্তাল, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার প্রমুখ। 
নাট্যপার্বণের প্রথমদিনে ব্ল্যাকবক্সে বালুরঘাট সমবেত নাট্যকর্মী দলের ‘গোধূলি বেলায়’ নাটক মঞ্চস্থ হয়। একইদিনে রঙ্গমঞ্চে বুনিয়াদপুর অরণী নাট্য সংস্থার ‘মুকাদ্দার কা সিকান্দার’ এবং ভারতীয় গণনাট্য সঙ্ঘ শপথ শাখার ‘অন্য ঝুমুর’ নাটক মঞ্চস্থ হয়। আগামী কয়েকদিন জেলার বহু নাট্য সংস্থা এই নাট্যপার্বণে অংশগ্রহণ করবে। ৩০ তারিখ সমাপ্তি অনুষ্ঠান হবে বালুরঘাটের রবীন্দ্রভবনে। সমাপ্তির দিন একটি সেমিনার হবে। পাশাপাশি নাটকের একটি গানও মুক্তি পাবে। দ্বিতীয় দিন, শুক্রবার ঊষাভানু নাট্যদলের ‘জলপোড়া’, দিনাজপুর গ্রামীণ লোকনাট্য সংস্থার ‘হেলমেট বাউদিয়া’, বালুরঘাট সৃজন নাট্যদলের ‘এক দুই তিন’, বুনিয়াদপুর সহচলি নাট্য অ্যাকাদেমিক ‘প্রতিদ্বন্দ্বী’ নাটক মঞ্চস্থ হবে। পার্বণের প্রথমদিনই নাটক দেখতে ভিড় উপচে পড়ে।
নাট্যচর্চায় বালুরঘাটের আলাদা খ্যাতি রয়েছে। শহরে নাট্যচর্চা ও গবেষণার জন্য নাট্য উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক পরিকাঠামো। এই কেন্দ্রে তিনবছর নাট্যপার্বণ উৎসব চলছে। এবিষয়ে বালুরঘাটের বিশিষ্ট অভিনেতা ও নাট্যকর্মী কমল দাস বলেন, উত্তরবঙ্গে একটি নাট্য উৎকর্ষ কেন্দ্রের প্রয়োজনের কথা সমস্ত নাট্যদলের দাবি ছিল। বালুরঘাটে শতবর্ষজুড়ে থিয়েটারের চর্চা চলছে। রাজ্য সরকার সেরকমই একটি নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরি করেছে। এখানে নাট্য উৎসব চলছে। জেলার বিভিন্ন এলাকার নাট্যকর্মীরা নাটক মঞ্চস্থ করার সুযোগ পাচ্ছেন। মানুষও নাটক দেখছেন।  নিজস্ব চিত্র।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা