উত্তরবঙ্গ

মাল শহরের স্তম্ভের ঘড়ি অকেজো, জ্বলে না আলো

সংবাদদাতা, নাগরাকাটা: মাল শহরের ঘড়ি স্তম্ভের ঘড়ি অকেজো, জ্বলে না রঙিন আলো। বন্ধ হয়ে রয়েছে থানা মোড়ের মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন। বাসস্ট্যান্ডের পানীয়জলের প্রকল্পও অকেজো হয়ে পড়ে রয়েছে। যদিও পুরসভার ভাইস চেয়ারম্যান দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, মাল শহরের পুরাতন স্টেশন রোডের চৌরাস্তা মোড়ে কয়েক বছর আগে তৈরি হয়েছিল লন্ডনের বিখ্যাত ওয়াচ টাওয়ারের আদলে এক সুউচ্চ ঘড়ি স্তম্ভ। চূড়ার চারদিকে ছিল বিশাল ঘড়ি ও স্তম্ভের প্রতিটি ধাপে ছিল রঙিন আলোর বিকিরণ। ঘণ্টায় ঘণ্টায় শব্দে সময় জানান দিত ঘড়িটি। বর্তমানে জ্বলে না রঙিন আলো। সুভাষ মোড় এলাকায় নির্মিত হয়েছিল মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন। প্রতি সন্ধ্যায় সুমধুর বাজনার সঙ্গে জলের ফোয়ারা দেখতে মানুষের ভিড় লেগে যেত। অনেকে সেলফি তুলতেন। সেই মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন বেশ কিছুদিন থেকে বন্ধ। অকেজো হয়ে রয়েছে মেশিনপত্র। মালবাজার বাস টার্মিনাস নবরূপে তৈরির পর পানীয়জলের অভাব মেটাতে তৈরি হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প। কয়েক মাস যাবত বন্ধ হয়ে রয়েছে সেই প্রকল্পের স্থান। অকেজো মেশিনপত্র, আগাছায় ঢাকা পড়েছে জলের ট্যাপ। এসব দেখেই হতাশ স্থানীয় মানুষ থেকে পর্যটকরা। যদিও  মাল পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি  বলেন, দ্রুত বোর্ড মিটিং ডেকে বিষয়গুলি নিয়ে আলোচনা করে মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা